E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাটে কৃষকের ১২৬টি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

২০১৪ সেপ্টেম্বর ১৬ ১৭:০৮:৩৮
ধামইরহাটে কৃষকের ১২৬টি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

নওগাঁ প্রতিনিধি : সোমবার দিনগত রাতে নওগাঁর ধামইরহাটে ১২৬টি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অসহায় কৃষকের প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। প্রতিকার চেয়ে থানায় মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

মামলা সূত্রে জানা গেছে, ধামইরহাট উপজেলার উত্তর চকরহমত (বাড়দিঘী) গ্রামের মৃত আলিম উদ্দিনের পুত্র ইসমাইল হোসেন পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগ দখলীয় জমিতে প্রায় ৪ বছর আগে উন্নত জাতের নাক ফজলী ও ল্যাংড়া জাতের আমগাছ রোপন করে। গাছগুলোতে গত বছর থেকে আম ধরতে শুরু করেছে।

সোমবার দিনগত রাতে একই উপজেলার রুপনারায়ণপুর গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র আব্দুর রশীদ একই গ্রামের মো. আইয়ুব হোসেন এবং উত্তর চকরহমত গ্রামের নজিবর হোসেনের নেতৃত্বে এজাহার নামীয় ২০ জনসহ অজ্ঞাত আরও ৮/১০ জন মিলে ১১৬টি নাক ফজলি ও ল্যাংড়া এবং ১০টি ইউক্যালিকটাস গাছের মাথা কেটে দেয়। এতে কৃষক আব্দুল আলিমের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে কৃষক আব্দুল আলিম বাদী হয়ে ৩০ জন কে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। ধামইরহাট থানায় অফিসার ইনচার্জ মীর্জা আব্দুস সালাম গাছ কাটার অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে আব্দুল আলিম বাদী হয়ে মামলা করায় তাকে আসামীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

(বিএম/এএস/সেপ্টেম্বর ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test