E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে আরও দুটি গভীর নলকূপ উদ্বোধন

২০১৪ সেপ্টেম্বর ১৬ ১৭:১৫:৫৯
বাগেরহাটে আরও দুটি গভীর নলকূপ উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট পৌর এলাকায় সুপেয় পানি সরবারহের জন্য আরো দুটি গভীর নলকুপ যুক্ত হয়েছে। সাড়ে আটশত ফুট গভীর থেকে ওই নলকুপ দুটি প্রতি ঘন্টায় প্রায় দেড় লাখ লিটার পানি উত্তোলন করবে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান আনুষ্ঠানিক ভাবে ওই নলকুপ দুটির উদ্বোধন করেন।

এ নিয়ে ভুগর্ভস্থ থেকে পানি উত্তোলনের জন্য এখন থেকে বাগেরহাট পৌরসভার সাতটি গভীর নলকুপ চালু থাকবে। ওই সাতটি গভীর নলকুপ থেকে প্রতিদিন পাঁচ লাখ গ্যালন পানি উত্তোলনের পর পৌরবাসিকে সরবারহ করা হবে বলে পৌর মেয়র জানালেন।

বাগেরহাট পৌর সভার মেয়র খান হাবিবুর রহমান জানান, ইউজি-২ প্রকল্পের আওতায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে বাগেরহাট সদর উপজেলার সায়রা গ্রামে ওই গভীর নলকুপ দুটি স্থাপন করা হয়। এখন থেকে সাতটি নলকুপ ভুর্গভস্থ থেকে পানি উত্তোলন করবে। বাগেরহাট পৌরসভা থেকে প্রায় ১২ কিলোমিটার দুরে সায়রা গ্রাম থেকে পানি উত্তোলন করে প্রথমে সেখানে টেঙ্কিতে সংরক্ষণ করা হবে। পরে দশানী এলাকায় টেংকিতে নিয়ে পৌর এলাকায় সরবারহ করা হবে।

মেয়র খান হাবিবুর রহমান আরো জানান, পৌরসভায় পাঁচ হাজার ২০০ পানির গ্রাহক রয়েছেন। এসব গ্রাহকদের প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ লাখ গ্যালন পানির প্রয়োজন রয়েছে। এখন থেকে পৌরবাসিকে পাঁচ লাখ গ্যালন পানি সরবারহ করা হবে। পৌর বাসির পানির চাহিদা মিটাতে পৌর কর্তৃপক্ষ আরো কিছু পরিকল্পনা গ্রহণ করেছে বলে মেয়র জানালেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ, প্রকৌশলী রেজাউল হক রিজভী, আব্দুস সালাম ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সাহা প্রমুখ।

(একে/এএস/সেপ্টেম্বর ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test