E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে পাদুকা কারখানা পরিদর্শন করলেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল

২০২১ নভেম্বর ২১ ১৫:৩৯:১৭
ভৈরবে পাদুকা কারখানা পরিদর্শন করলেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল

মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেমবন এর নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল ভৈরব উপজেলা ও পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে পাদুকা কারখানা, কমন সার্ভিস সেন্টার ও রিসাইক্লিং ইউনিট পরিদর্শন করেন। এ সময় তিনি পাদুকা কারখানার পরিবেশ, উন্নতমানের পাদুকা উৎপাদন, মালিক-শ্রমিকদের পরিবেশসম্মত উপায়ে পাদুকা উৎপাদনে সচেতনতামূলক পরামর্শ দেন। পরে তিনি দুপুরে উপজেলার জামালপুরে অবস্থিত পপির রিসোর্ট সেন্টারে পাদুকা উৎপাদনকারী উদ্যোক্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) দাতা সংস্থা বিশ্ব ব্যাংক এর অর্থায়নে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপনায় সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর আওতায় বিশ্ব ব্যাংকের একটি ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ভৈরবে বিভিন্ন পাদুকা কারখানা ও পপি’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন। এই সময় বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সদস্য কারখানার পরিবেশগত মান, পাদুকার মান ও শ্রমিকদের দক্ষতা প্রত্যক্ষ করেন।

এছাড়া কারখানায় মালিক-শ্রমিকদের সাথে পাদুকার বিভিন্ন সুযোগ-সুবিধাসহ নানা বিষয়ে আলাপ করেন।

বিশ্ব ব্যাংক প্রতিনিধি হিসেবে পপি’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন কান্ট্রি ডিরেক্টর মার্সি টেমবন, বিশ্ব ব্যাংকের প্র্যাকটিস ম্যানেজার ক্রিস্টোফার ক্রেপিন, বিশ্ব ব্যাংক এসইপি প্রকল্পের টিটিএল ইয়ুনজু। এ সময় উপস্থিত ছিলেন এসইপি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ও পিকেএসএফ এর উপ-মহাব্যবস্থাপক জহির উদ্দিন আহম্মদ, এসইপি প্রকল্পের উপ প্রকল্প সমন্বয়কারী মো. রওশন হাবীব, মো. জহিরুল হক, সহকারী প্রকল্প সমন্বয়কারী আবু হায়াৎ মো. রাহাত, সিনিয়র প্রোগ্রাম অফিসার (এনভায়রনমেন্ট) যোবায়ের আরিফিন প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, পপির নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকার, পরিচালক মো. মশিহুর রহমান, পপি-এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. বাবুল হোসেন প্রমুখ।

প্রকল্পের অগ্রগতি উপস্থাপন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক, পিকেএসএফ ও পপির কর্মকর্তাবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সানজিলা ইয়াসমিন চম্পা, রুমা খাতুনসহ ২০ জন ক্ষুদ্র উদ্যোক্তা।

পাদুকা উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, ডায়মন্ড পিউ ফুটওয়্যারের স্বত্ত্বাধিকারী বাহারুল আলম বাচ্চু, সজীব ফুটওয়্যারের স্বত্ত্বাধিকারী মো. জিয়া উদ্দিন, বার্লিন ট্রেড ইন্টারন্যাশনাল স্বত্ত্বাধিকারী মো. আবুল হাসেম, মেসার্স জব্বার ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী মো. জসিম উদ্দিন প্রমুখ।

প্রকল্পের আওতায় বিভিন্ন পাদুকা কারখানা পরিদর্শন ও পাদুকা বর্জ্য রিসাইক্লিং ইউনিট পরিদর্শন শেষে দুপুরে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর পপির রিসোর্ট সেন্টারে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, পিকেএসএফ এর সহযোগিতায় পপি এসইপি প্রকল্পটি কিশোরগঞ্জ জেলার পাদুকা উৎপাদনকারী ক্ষুদ্র উদ্যোগগুলোকে পরিবেশ সম্মত টেকসই উদ্যোগে উন্নতীকরণে ভৈরব, বাজিতপুর ও কুলিয়ারচর উপজেলায় বাস্তবায়ন করছে। ৩ বছর মেয়াদী এ প্রকল্পটি বিশ্বব্যাংকের অর্থায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কিশোরগঞ্জের বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় পাদুকা সংশ্লিষ্ট উদ্যোক্তাদের পাদুকা ব্যবসা সম্প্রসারণ ও পরিবেশগত উন্নয়নে কাজ করছে। এছাড়াও ভৈরবে পাদুকা উৎপাদন বিষয়ে স্থানীয় পাদুকা উদ্যোক্তাদের সাথে বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক পরামর্শসহ প্রকল্পটি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। পরে সন্ধ্যায় বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল ভৈরব থেকে ঢাকায় চলে যান।

(এম/এসপি/নভেম্বর ২১, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test