E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘কেউ ব্যালটে হাত দিলে হাত পুড়ে যাবে’

২০২১ নভেম্বর ২২ ১৪:৪৯:৩৫
‘কেউ ব্যালটে হাত দিলে হাত পুড়ে যাবে’

এ কে আজাদ, রাজবাড়ী : আসন্ন ২৮ নভেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে প্রার্থীদের সাথে সোমবার সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ খলিলুর রহমান খান, রেজাউল করিম, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান, খন্দকার মশিউল আযম চুন্নু, আলমগীর বিশ্বাস, জাফর আলী মিয়া, মোঃ নায়েব আলী শেখ, জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইউনুছ আলী সরদার, একেএম ফরিদ হোসেন বাবু, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নৃপেন্দ্রনাথ বিশ্বাস, কল্লোল কুমার বসু, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বাদশা আলমগীর, মতিয়ার রহমান, রফিকুল ইসলাম বাচ্চু, হাবিবুর রহমান, সালেহ মোঃ ওয়াজেদ আলী, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ, একেএম কবিরুজ্জামান, আব্দুল ওহাব মন্ডল, জহুরুল ইসলাম, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান মোল্যা, আহম্মদ আলী মাষ্টার, টুটুল মোল্যা প্রমুখ।

এসময় বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার নিজাম উদ্দিন আহম্মেদসহ ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, ব্যালট পেপার আগুনের মতো। কেউ ব্যালটে হাত দেওয়ার চেষ্টা করলে তার হাত পুড়ে যাবে। কোন প্রকার আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না। তাতে সে যত বড় ক্ষমতাশালীই হোক না কেন।

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, নির্বাচন সুষ্টু, অবাধ ও শান্তিপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। আপনাদের ভোট কেউ প্রকাশ্যে নিতে পারবে না। গোপন কক্ষেই ভোট আপনার যাকে খুশি তাকেই দিতে পারবেন। কোন অনিয়ম, অরাজকতা বরদাস্ত করা হবে না।

(একেএ/এএস/নভেম্বর ২২, ২০২১)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test