E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে আইভি রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন 

২০২১ নভেম্বর ২২ ১৭:৫৭:৪৯
ভৈরবে আইভি রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন 

মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরব উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ ২২ নভেম্বর সোমবার বিকাল ৩টায় উদ্বোধন করা হয়েছে আইভি রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থা সভাপতি মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।

উদ্বোধনী খেলায় ভৈরব আইভি রহমান স্মৃতি সংসদ বনাম বি.বাড়িয়া একাদশ অংশগ্রহণ করে। ৯০ মিনিট খেলায় গোল শূণ্য থাকায় অবশেষে ট্রাইকারে ৩/৫ গোলে জিতে বি.বাড়িয়া একাদশ। টুর্ণামেন্টে ভৈরবসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। নকআউট সিস্টেমে টুর্ণামেন্টটি পরিচালিত হবে। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত লাগাতার চলবে ১ম রাউন্ডের খেলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মীর্জা সোলায়মান, সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের একান্ত সচিব মোল্লা সাখাওয়াত, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনায় ও খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ।

এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জাকির হোসেন কাজল, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, উপজেলা যুবলীগ আহ্বায়ক অলিউল ইসলাম অলি, যুগ্ম-আহ্বায়ক অরুণ আল আজাদ, আরমান উল্লাহ প্রমুখ।

এছাড়াও ভৈরব উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীসহ আইভি রহমান পৌর স্টেডিয়ামে লাখো জনতার ভিড় ছিল। মাঠের কানায় কানায় ভরা দর্শকদের উল্লাস ছিলো।

আলোচনা সভায় বক্তারা বলেন, করোনা মহামারি শেষে দীর্ঘদিন পর ভৈরবেও যুব সমাজ প্রাণ ফিরে পেয়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ পেয়েছে। প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের সহধর্মিনী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শহীদ আইভি রহমানের নামে এই টুর্ণামেন্টটি শুধু ভৈরবে নয় একটি সময় সারা বাংলাদেশের ভালো ভালো খেলোয়াররা অংশগ্রহণ করবে। খেলাধুলা মানুষকে বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখে। যদি যুব সমাজ নিয়মিত খেলায় মেতে থাকে তাহলে নেশা থেকে মুক্ত থাকবে। নেশা মুক্ত থাকলে দেশ ও একটি জাতির উন্নয়ন হবে। তাই খেলাপড়ার পাশাপাশি খেলাধুলায় যুব সমাজকে মন দিতে হবে। তাহলেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়া যাবে।

টুর্ণামেন্টে উদ্বোধনী দল ছাড়াও হবিগঞ্জ একাদশ, কুলিয়ারচর ফুটবল একাদশ, ভৈরব ফুটবল একাডেমী, আশুগঞ্জ ফুটবল একাডেমি, কিশোরগঞ্জ ফুটবল একাদশ, আগরপুর ইয়াং স্টার ক্লাব, ভৈরব একাদশ, নরসিংদী স্মৃতি ফুটবল ক্লাব, নবশ্রী ক্রীড়া একাদশ, রায়পুরা ফুটবল ট্রেনিং সেন্টার, আব্দুল খালেক স্মৃতি সংসদ, করিমগঞ্জ ফুটবল একাডেমি, সরাইল বিশতারা একাদশ ও গচিহাটা ফুটবল একাডেমি পর্যায়ক্রমে ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহণ করবে।

(এম/এসপি/নভেম্বর ২২, ২০২১)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test