E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উদ্বোধনী খেলায় আবাহনীর শুভ সূচনা

ফরিদপুরে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগ শুরু

২০২১ নভেম্বর ২২ ১৮:১৩:১৬
ফরিদপুরে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগ শুরু

দিলীপ চন্দ, ফরিদপুর : জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগ আজ ২২ নভেম্বর হতে স্থানীয় শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। লিগ এ প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের প্রথম খেলাম মোকাবেলা করে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আবাহনী ক্রীড়াচক্র বনাম ফরিদপুর মুসলিম মিশন। এই খেলায় আবাহনী ক্রীড়াচক্র ১-০ গোলে ফরিদপুর মুসলিম মিশন কে পরাজিত করে।

এর আগে টুর্ণামেন্টে এক আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম, ফরিদপুরের পৌর মেয়র অমিতাভ বোস, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ খায়ের মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক।

অনুষ্ঠানে বক্তারা এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একইসাথে টুর্ণামেন্টে যাতে দর্শক সমাগম হয় সেজন্য আরো প্রচারণা করার গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, এই ধরনের টুর্নামেন্ট থেকে ভবিষ্যতে আরো ভালো ফুটবলার বেরিয়ে আসবে এবং তারা বাংলাদেশে ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোঃ মোসলেম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস এম আহসান তুহিন, শেখ জামাল ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক দীপক মজুমদার, শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদ উদ্দিন আহমেদ, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রণব কুমার মুখার্জি, শেখ নুরুল ইসলাম, মাসুদুর রহমান চুন্নু, অমরেশ সাহা, ফরিদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইদ্রিস খান,১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাছির,২০ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান শামীম, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান কুমার সাহা, ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আওয়াল হোসেন তনু।

গুরুত্বপূর্ণ এ খেলাটিতে রেফারি দায়িত্ব পালন করেন আসলাম হোসেন,সহকারি তোফাজ্জল হোসেন ও মাসুদ মিয়া। চতুর্থ রেফারি মোঃ রুবেল। প্রতিযোগিতায় মঙ্গলবার সফিউদ্দিন স্মৃতি সংঘ খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।

(ডিসি/এসপি/নভেম্বর ২২, ২০২১)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test