E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সান্তাহারে রেলগেটে যানজট নিরসনে সার্জেন্ট ও ট্রাফিক মোতায়েন

২০২১ নভেম্বর ২২ ১৮:৪২:৫২
সান্তাহারে রেলগেটে যানজট নিরসনে সার্জেন্ট ও ট্রাফিক মোতায়েন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে রেলগেটের যানজট নিরসনে একজন সার্জেন্ট ও দুই ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে সার্জেন্ট সত্যবান সরকার এবং ট্রাফিক মাসুদ রানা ও সুমন শেখকে মোতায়েন করা হয়।

এ উপলক্ষে উপজেলার সান্তাহার পৌর শহরের রেলগেট চত্বরে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীনের সভাপতিত্বে ও সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুর ইসলামের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ ও উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।

আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, কাউন্সিলর আবদুল কুদ্দুস, হুমায়ন কবির বাদশা, আলাউদ্দীন, কামরুল, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান প্রমূখ।

সার্কেল এসপি নাজরান রউফ বক্তব্যে বলেন, যানজট নিরসনের জন্য একজন সার্জেন্ট ও দুইজন ট্রাফিক পুলিশ দেয়া হয়েছে।

(এস/এসপি/নভেম্বর ২২, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test