E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডা. আজিজুল হকের আমন্ত্রণে ভৈরবে ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস

২০২১ নভেম্বর ২৩ ১৬:৩৩:৩৩
ডা. আজিজুল হকের আমন্ত্রণে ভৈরবে ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস

মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : ডক্টরস্ ক্লাব অব ভৈরব এর সভাপতি বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা ভৈরব আনোয়ারা জেনারেল হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আজিজুল হক এর আমন্ত্রণে ভৈরবে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন ওসমান একদিনের সফরে আসেন। 

গত শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় তিনি ভৈরব শহরের আনোয়ারা জেনারেল হাসপাতাল (প্রা.) নামে একটি বেসরকারি হাসপাতাল পরিদর্শন করেন। এই সময় অতিথি বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন ওসমান’কে হাসপাতালের পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানান হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আজিজুল হক ও পরিচালক ডা. তাহসিন নাওয়ার।

এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজও ব্রুনাইয়ের হাইকমিশনারকে ফুল দিয়ে স্বাগত জানান।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি সহিংসতায় বাস্তুচ্যুত ও হতাহত অসহায় ফিলিস্তিনি জনগণের জন্য জরুরি ত্রাণ ও ঔষধ সরবরাহ করার জন্য বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই রামাদানের সাথে চলতি বছরের জুনে সৌজন্য সাক্ষাৎ করেন আনোয়ারা জেনারেল হাসপাতাল (প্রা.) এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট চিকিৎসক ডা. মো. আজিজুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এই সময় ডা. মো. আজিজুল হক ফিলিস্তিনি রাষ্ট্রদূতের নিকট ফিলিস্তিনের জনগণের খোঁজ খবর নেন এবং নগদ আর্থিক সহায়তা ও ঔষধ প্রদান করেন। সেখানে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার ও আশিয়ান গ্রুপের সভাপতি হাজী হারিস বিন ওসমান উপস্থিত ছিলেন। ওই সময় এক সাক্ষাৎকালে ডা. মো. আজিজুল হক বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন ওসমান’কে ভৈরবে আসার জন্য আমন্ত্রণ জানান। যার প্রেক্ষিতে গত ২০ অক্টোবর শনিবার বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন ওসমান ভৈরবে আসেন। পরে তিনি ভৈরব মেঘনা নদীতে লঞ্চ ভ্রমণসহ ভৈরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখেন।

এ সময় তিনি বলেন, ব্রুনাই ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে, যার মধ্যে মাছ বিষয়ক একটি চুক্তি আছে। বাংলাদেশ থেকে মাছ উৎপাদনে প্রযুক্তি ও দক্ষ বিশেষজ্ঞদের ব্রুনাইয়ে নেওয়া হবে। সেখানে এসব প্রযুক্তি প্রয়োগ করে মাছের উৎপাদন বাড়ানোর চেষ্টা চালানো হবে। মাছের বিষয়ে বড় কোনো উদ্যোক্তা যদি ব্রুনাইয়ে বিনিয়োগ করতে চান, সেই সুযোগও দেওয়া হবে।

আমরা ব্রুনাইয়ে মাছ উৎপাদনকে আরও উন্নত ও গতিশীল করতে চাই। এ অঞ্চলে মাছ উৎপাদনে যারা দক্ষ আছেন, তাদের আমরা ব্রুনাইয়ে নিয়ে যেতে চাই। ভ্রমণ শেষে বিকালে তিনি ঢাকার উদ্দেশ্য রওনা হন।

(এম/এসপি/নভেম্বর ২৩, ২০২১)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test