E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এপেক্স ক্লাব অব নোয়াখালীর সভাপতি আলাউদ্দিন, সম্পাদক মুজাহিদুল 

২০২১ নভেম্বর ২৪ ১৮:২৭:২২
এপেক্স ক্লাব অব নোয়াখালীর সভাপতি আলাউদ্দিন, সম্পাদক মুজাহিদুল 

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : এপেক্স ক্লাব অব নোয়াখালীর বার্ষিক সাধারণ সভায় ও ২০২২ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলা উদ্দিন সোহেল সেক্রেটারী এন্ড ডিএন এডিটর এপেক্সিয়ান সাংবাদিক মুজাহিদুল ইসলাম সোহেল নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার রাত আটটায় নোয়াখালীর জেলা শহরের নাপিতের পোল এলাকার ধান সিঁড়ি ফুড জোন হল রুমে এপেক্স ক্লাব অব নোয়াখালীর প্রেসিডেন্ট এপেক্সিয়ান ইকবাল সিরাজীর সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি ও নোয়াখালী ক্লাবের অতীত সভাপতি এপেক্সিয়ান অধ্যাপক নিজাম উদ্দিন পিন্টু।

এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, জাতীয় সেবা পরিচালক ডাঃ শরিফুল ইসলাম,অতীত জাতীয় সম্প্রসারণ পরিচালক (এনইডি)ও নোয়াখালী ক্লাবের অতীত সভাপতি এপেক্সিয়ান সাইফুল্যাহ কামরুল, ন্যাশনাল অফিসিয়াল ও অবজারভার এপেক্সিয়ান মিজানুর রহমান, জেলা-৮ অতীত গর্ভণর এপেক্সিয়ান মোনাব্বর হোসেন সেলিম, জাতীয় সহ সেক্রেটারী ও নোয়াখালী ক্লাবের অতীত সভাপতি এপে.আবু সায়েদ, ন্যাশনাল অফিসিয়াল মাহমুদুল হাসান পাশা, এপেক্স ক্লাব অব কুমিল্লা ক্লাবের সভাপতি শাহরিয়ার জামান, এপেক্স ক্লাব অব নোয়াখালী লাইফ মেম্বার এপেক্সিয়ান মাহমুদুর রশিদ হাসান, এপেক্সিয়ান আব্দুর রহিম বাবুল, এপেক্স ক্লাব অব মেঘনার সভাপতি গিয়াস উদ্দিন, অতীত সভাপতি ডা. আক্তার উদ্দিন, এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ক্লাবের সভাপতি ইয়াসিন সুমন, এপেক্স ক্লাব অব সোনাইমুড়ীর সভাপতি জহির উদ্দিন, ভাষা শহীদ সালাম ক্লাবের সভাপতি এপে.জিয়াউর রহমান নিপুসহ এপেক্স ক্লাব অব কুমিল্লা, ভাষা শহীদ সালাম, সোনাইমুড়ী, বীর শ্রেষ্ঠ রুহুল আমিন ক্লাবের সদস্যবৃন্দ।

এপেক্স ক্লাব অব নোয়াখালীর নির্বাচনে প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলা উদ্দিন সোহেল, সেক্রেটারী এন্ড ডি এন এডিটর এপেক্সিয়ান সাংবাদিক মুজাহিদুল ইসলাম সোহেল নির্বাচিত হন। এছাড়া সিনিয়র সহসভাপতি এপেক্সিয়ান মোহাম্মদ আহমেদ উল্যাহ পারভেজ, জুনিয়র সহসভাপতি এপেক্সিয়ান নজরুল ইসলাম, আইপিপি এন্ড এক্সপেনশান ডিরেক্টর এপেক্সিয়ান ইকবাল সিরাজী, ট্রেজারার এপেক্সিয়ান দ্রিবাশ্রী ভট্ট, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান ইব্রাহিম খলিল উল্যাহ কচি, মেম্বারশিপ এন্ড এটেন্টডেন্ট ডিরেক্টর এপেক্সিয়ান মোহাম্মদ শাহজাহান, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশান ডিরেক্টর এপেক্সিয়ান মোহাম্মদ সামছুদ্দিন সৈকত, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্সিয়ান নাজিম উদ্দিন এবং সার্জেন্ট এ্যাট আর্মস এপেক্সিয়ান আবদুর জাহের নিবাচিত হয়। বার্ষিক সাধারণ সভায় এপেক্স ক্লাব অব নোয়াখালীর ২০১৯ সালের কার্যবিবরণীর রির্পোট পেশ করেন এপে.শাহিনুর রহমান।

রির্পোট অনুমোদনের পর ২০১৯ সালের ক্লাব প্রেসিডেন্ট ও সেক্রেটারী এন্ড ডিএনই রিপোর্ট পেশ করা হয় । ক্লাবের ২০২২ সালের বাজেট পেশ করেন এপে.দ্রিবাশ্রী ভট্ট। বাজেটে সাধারণ খাতে ব্যয় ধরা হয় ৭লক্ষ ৪ হাজার টাকা এবং সেবা খাতে ৯ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। রিপোর্ট পাশের পর ২০২২ সালের নির্বাচন অনুষ্ঠিত হয় । আগামী ১ জানুয়ারী ২০২২ থেকে নতুন কমিটি এপেক্স ক্লাব অব নোয়াখালীর দায়িত্ব পালন করবেন।

(এস/এসপি/নভেম্বর ২৪, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test