E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

অভিযোগকারী বলছে মিটিং ২৩টি, সচিব বলছে আরো বেশি 

গাজীপুর সিটি কর্পোরেশনের রেজুলেশন পরিবর্তনের অভিযোগ 

২০২১ নভেম্বর ২৫ ১৬:৪৮:৫১
গাজীপুর সিটি কর্পোরেশনের রেজুলেশন পরিবর্তনের অভিযোগ 

আশজাদ রসুল সিরাজী, গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মোস্তাফিজুর রহমানের কক্ষে গোপন বৈঠক করে বিগত দিনের রেজুলেশন সংশোধন ও পরিবর্তনের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগটি করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জাবেদ আলী জবে। জাবেদ আলী জবে বলেন, ব্যক্তিগত কাজে বৃহস্পতিবার(২৫ নভেম্বর) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনে গেলে মুল ভবনের নিচ তলায় সচিব মোস্তাফিজুরের কক্ষে সিটি কর্পোরেশনের কয়েকজন প্রকৌশলী ও আ্ই সি টি বিভাগের কর্মকর্তাদের দেখতে পাই।

এসমসয় তারা আমাকে দেখে এদিক ওদিক ছুটে পালান। সচিবের টেবিলে কয়েকটি রেজুলেশনের কপি দেখতে পাই। এ সময় বিনা অনুমতিতে প্রবেশের জন্য আমাকে শাশাতে থাকেন সচিব মোস্তাফিজুর। পরে মুঠোফোনের মাধ্যমে অন্যান্য কাউন্সিলর এবং সাংবাদিকদের বিষয়টি জানাই।

তিনি আরো বলেন, আমি মাসিক ২৩টি মিটিংয়ে উপস্থিতির সম্পর্কে অবগত আছি। এখন রেজুলেশনে আরও অজানা মিটিংয়ের কথা বলা হচ্ছে। যা সম্পর্কে আমরা কাউন্সিলগন অবগত নই।

এ ব্যাপারে সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, কোন রেজুলেশন পরিবর্তন বা তৈরি করা হয়নি। পূর্বের রেজুলেশনগুলো অন লাইনে দেওয়ার ব্যাপারে কথা হচ্ছে।

(এস/এসপি/নভেম্বর ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test