E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজার সদরে ৬৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র জমা

২০২১ নভেম্বর ২৫ ২০:১২:২৮
মৌলভীবাজার সদরে ৬৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র জমা

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদরের ১২টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থীরা শেষ দিনে শান্তিপূর্ণভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন থাকায় সকাল থেকেই বাড়তে শুরু করে জেলা নির্বাচন অফিসের কর্মব্যস্ততা। বেলা বাড়ার সাথে মনোনয়ন জমা দিতে নিজেদের পক্ষের কর্মী ও সমর্থকদের নিয়ে জেলা নির্বাচন অফিসে উপস্থিত হতে শুরু করেন সদর উপজেলার ১২টি ইউনিয়নের স্ব স্ব চেয়ারম্যান প্রার্থী,সদস্য ও সংরক্ষিত মহিলা পদের সংশ্লিষ্ট প্রার্থীরা।

সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সদরের ১২টি ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার ১২জন ও স্বতন্ত্র মিলে সর্বমোট ৬৬ জন চেয়ারম্যান পদে, সাধারণ সদস্য পদে ৪৩৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪১ জনসহ মোট ৬৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন প্রার্থী চুড়ান্ত সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবার কথা ছিলো আগামী ২৩ ডিসেম্বর। তবে ওইদিন এইচএসসি পরীক্ষা থাকায় ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্রে জানা যায়। ১০ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠকে এই নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর।

(একে/এসপি/নভেম্বর ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test