E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জমকালো আয়োজনে শেষ হলো নারী উদ্যোক্তা মেলা

২০২১ নভেম্বর ২৭ ১৩:৪১:২৭
জমকালো আয়োজনে শেষ হলো নারী উদ্যোক্তা মেলা

মো: ইমাম উদ্দিন সুমন, স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তাদের সংগঠন নোয়াখালী গার্লস কমিউনিটি'র আয়োজনে ২ দিনব্যাপি নারী উদ্যোক্তা মেলা গতকাল শুক্রবার শেষ হয় ।

বৃৃহস্পতিবার (২৫ নভেম্বর) নোয়াখালী মাইজদীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই নারী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে নোয়াখালী জেলার ৫০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহন করে।

নারীদের সংগঠন নোয়াখালী গার্লস কমিউনিটি নোয়াখালীর উদীয়মান নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে থাকে। সংগঠনটির রয়েছে ২৯ হাজার মেম্বারের একটি সুবিশাল ফেসবুক গ্রুপ। নারী উদ্যোক্তাগন এই গ্রুপ থেকে একটি সেলার কোড পেয়ে গ্রুপে তাদের পণ্যগুলে পোস্ট করতে পারেন। সেখান থেকে গ্রুপের গ্রাহক মেম্বারগণ পছন্দের পণ্যটি ক্রয় করে থাকেন।

এই প্রথমবারের মত নোয়াখালী গার্লস কমিউনিটি সকল নারী উদ্যোক্তাদের নিয়ে অফলাইনে এই ধরণের একটি বৃহৎ আয়োজন করে।

বৃৃহস্পতিবার সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু'র উপস্থিতিতে কেক কাটার মধ্য দিয়ে দুই দিনব্যাপি নারী উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন হয়। দুই দিনব্যাপী এই মেলায় আগত দর্শনার্থী ও স্টল মালিকদের জন্য ছিলো বিভিন্ন গেমস। এতে পুরস্কার হিসেবে ছিলো স্বর্ণের নুসপিন,হেয়াররিং সহ আকর্ষনীয় অনেক গুলো পুরস্কার ।

শুক্রবার রাত আটটায় মেলা শেষে গেমসে অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার এবং অংশগ্রহনকারী নারী উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী গার্লস কমিউনিটি'র প্রতিষ্ঠাতা এ্যাডমিন ও মডারেটর প্যানেলের, ঐশী, ফেন্সি, পুষ্পিতা, অর্ণা, মিতু, ফালগুনী, মেরী, ফৌজিয়া, মিমো এবং মেরী।

এসময় উদ্যোক্তা ও নোয়াখাইলী গার্লস কমিউনিটির প্রতিষ্ঠাতা এডমিন ঐশী বলেন- 'এটি আমাদের প্রথম আয়োজন প্রথম আয়োজনে আমরা এতো সাড়া পাবো স্বপ্নেও ভাবিনি। আপনারা উদ্যোক্তা ও দর্ণনার্থীরা সহযোগিতা করেছেন বলেই আমাদের আয়োজন সার্থক। ভবিষ্যতে আমরা আরো বৃহৎপরিসরে এই ধরণের আয়োজন করবো আপনারা আমাদের পাশে থাকবেন'।

(আইইউএস/এএস/নভেম্বর ২৭, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test