E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে ওয়াজ মাহফিল বন্ধ করে দিল পুলিশ 

২০২১ নভেম্বর ২৭ ১৬:২৬:৫০
ঝিনাইদহে ওয়াজ মাহফিল বন্ধ করে দিল পুলিশ 

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহে শহরের পবহাটি গ্রামে আজ শনিবার(২৭ নভেম্বর) ওয়াজ মাহফিলের আয়োজন করেন বদরউদ্দীন আহম্মেদ বদু নামে এক ব্যক্তি। এলাকাবাসীর অভিযোগ করে বলেন, বদু বিতর্কিত ব্যক্তি হওয়ায় ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছেন পুলিশ। তার দাপটে এলাকার সাধারন মানুষ কোনঠাসা হয়ে পড়েছেন অভিযোগ রয়েছে।

জানা গেছে, তার কর্মকান্ডে অতিষ্ট হয়ে ঝিনাইদহ শহরের কালিকাপুর গ্রামের আবু বক্কর(৬৩) বাদী হয়ে ২০২০ সালের ২৯ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায় পবহাটি গ্রামের বদরউদ্দিন আহাম্মেদ বদুকে ১নং আসামী করে ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার তদন্ত কর্মকর্তা হিসাবে নিয়োজিত আছেন ট্রাব্যুনাল ইন্টারন্যাশনাল ক্রাইমস তদন্ত সংস্থার লাইব্রেরীয়ান উপ-পুলিশ পরিদর্শক মোঃ আনিসুর রহমান।

অন্যদিকে ২০১৬ সালে ১৪ অক্টোবর তৎকালিন সদর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান রাজাকার, পিচ কমিটি, আলসাম, আলবদর, বীরঙ্গনা ও বদ্ধভুমিদের আংশিক তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় ৪১ নং হিসাবে মোঃ বদর উদ্দিন আহম্মেদ বদুর নাম রয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছি শহরের পবহাটি গ্রামের বদরউদ্দীন আহম্মেদ বদু একজন বিতর্কিত ব্যাক্তি এবং তার বিরুদ্ধে মামলা রয়েছে। আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটতে পারে সেকারনে ওয়াজ মাহফিলটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বদরউদ্দীন আহম্মেদ বদু জানান, দীর্ঘদিন ধরে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। তারাই এসব ঘটনার সাথে আমার নাম তুলে দিয়েছে। আমি কোন ঘটনার সাথে জড়িত না।

(একে/এসপি/নভেম্বর ২৭, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test