E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরায় ভোমরা স্থল বন্দর আধুনিকায়নে মতবিনিময় সভা

২০২১ নভেম্বর ২৭ ১৭:১৪:০৫
সাতক্ষীরায় ভোমরা স্থল বন্দর আধুনিকায়নে মতবিনিময় সভা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর আধুনিকায়ন ও অটোমেশনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ  স্থল বন্দর কর্তৃপক্ষ  ও সুইস কন্টাক্ট বাংলাদেশের আয়োজনে আয়োজনে শনিবার দুপুরে ভোমরা স্থলবন্দর  সভাকক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর- ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্থল বন্দর কর্তপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. আলমগীর, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ (অর্থ প্রশাসন) সদস্য ও যুগ্ন সচিব মো. মোস্তফা কামাল মজুমদার, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান ও সুইস কন্টাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা- তুজ জোহরা, ভোমরা স্থল বন্দরের উপ-পরিচাকল (ট্রাফিক) মনিরুল ইসলাম, সহকারি পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান, ভোমরা স্থল বন্দরের শুল্ক ষ্টেশন সহকারি কমিশনার আমির মামুন, ভোমরা সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ- সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক মোস্তাফিজু রহমান নাসিম, সাংগঠনিক ও বন্দর সম্পাদক আমির হামজা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্থল বন্দর ভবন চত্বরে অতিথিরা ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেন

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ স্থল বন্দর কর্তপক্ষ চেয়ারম্যানের একান্ত সচিব কবির খান।

(আরকে/এএস/নভেম্বর ২৭, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test