E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাত পোহালেই সাতক্ষীরার দুই উপজেলায় ১৭ ইউপিতে ভোট

২০২১ নভেম্বর ২৭ ১৭:৫১:০৩
রাত পোহালেই সাতক্ষীরার দুই উপজেলায় ১৭ ইউপিতে ভোট

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : রাত পোহালেই সাতক্ষীরার দেবহাটা ৫টি ও কালিগঞ্জের ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা থাকলেও রয়েছে শঙ্কা। ভোটারদের মধ্যেও রয়েছে আতঙ্ক। এরই মধ্যে অনেকেই গণমাধ্যমে তাদের শঙ্কার কথা তুলে ধরেছেন। অভিযোগও করেছেন পাল্টাপাল্টি। নির্বাচনী অফিস ভাঙচুর, পোস্টার, ব্যানার পোড়ানো ও ছেঁড়াসহ নানান অভিযোগ করেন প্রার্থীরা। নির্বাচন পূর্ববর্তী হামলার ঘটনাও ঘটেছে। বোমা বিস্ফোরণের মতো ঘটনাও ঘটানো হয়েছে। এতে করে এক ধরণের ভীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে সাতক্ষীরার কালীগঞ্জের ১২টি ও দেবহাটার ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি। দুই উপজেলার ১৭ ইউপিতে দলটির বিদ্রোহী প্রার্থী রয়েছেন ১৫ জন। তৃতীয় ধাপে আগামীকাল ২৮ নভেম্বর এসব ইউপিতে ভোট গ্রহণ করা হবে। নৌকা প্রতীকের প্রার্থীরা বলছেন, দলের ভোটাররা দ্বিধাবিভক্ত হয়ে পড়ছেন। বিদ্রোহী প্রার্থী ও তাঁদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে কালীগঞ্জ উপজেলার ১২টি ইউপিতে ৫৫ জন এবং দেবহাটা উপজেলার ৫টি ইউপিতে ১৭ জন প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জের ১২ ইউপিতে ৯ জন বিদ্রোহী এবং দেবহাটার ৫ ইউপিতে ৯ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শনিবার স্ব স্ব ভোট কেন্দ্রে ভোট গ্রহণের উপকরণ পৌঁছে দেওয়া হয়েছে।। তবে ব্যালট পেপার যাবে রবিবার সকালে।

এদিকে বিএনপি দলীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে কালীগঞ্জের ১২ ইউপিতে ১০ জন এবং দেবহাটায় ৫ ইউপিতে ২ জন নেতা-কর্মী স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুলিয়া ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন, ইউপি সদস্য পদে ৩৩ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৩ জন প্রার্থী, পারুলিয়া ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন, ইউপি সদস্য পদে ৪০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন প্রার্থী, সখিপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, ইউপি সদস্য পদে ৪০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন প্রার্থী, নওয়পাড়া ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন, ইউপি সদস্য পদে ৪২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী, দেবহাটা সদর ইউপিতে চেয়ারম্যান পদে ৬জন ইউপি সদস্য পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন থেকে, চেয়ারম্যান পদে ৬৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছে। সদস্য পদে ৪৬৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ২ নভোম্বর মনোনয়নপত্র দখিলের শেষ দিন পর্যন্ত ১২ ইউনিয়নে মোট ৬৭১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বলে জানা যায়।

এদিকে নির্বাচন ঘিরে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির।

(আরকে/এসপি/নভেম্বর ২৭, ২০২১)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test