E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন যারা

২০২১ নভেম্বর ২৭ ১৯:৫৩:৩০
পলাশবাড়ীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন যারা

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : ৩য় ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৬ টি ইউনিয়নের প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন ।

উপজেলার এ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দিতা করছেন তারা হলেন : ২ নং হোসেনপুর ইউনিয়নে আওয়ামীলীগের একেএম আহমেদুল কবির রাঙ্গা নৌকা, জাতীয় পার্টি মো. তৌফিকুল আমিন মন্ডল টিটু (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী কাজী নজরুল ইসলাম সেলিম, মো. সুলতান আহম্মেদ (ঘোড়া), আলী আশরাফ মো. জিয়াউল ইসলাম (আনারস), মো. শাহ্ আলম বিশ্বাস (চশমা)।

৫ নং মহদীপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. তৌহিদুল ইসলাম মন্ডল নৌকা, জাতীয় পার্টি মো. আলমগীর মন্ডল (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মো. আমিনুল ইসলাম (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী ইমরুল কবীর চৌধুরী চপল (আনারস) ও মো. আমিনুল ইসলাম (ঘোড়া) ।

৬ নং বেতকাপা ইউনিয়নে আওয়ামী লীগের মো. আব্দুল গণি সরকার (নৌকা), জাতীয় পার্টির মোস্তফিজুর রহমান মোস্তা (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম চৌধুরী খুশু অটোরিক্সা, মো. জাদু মিয়া (ঘোড়া), মো. ফজলুল করিম (চশমা), মো. হাবিবুর রহমান সৈকত (মোটরসাইকেল) ও মো. বাদশা মিয়া (আনারস)।

৭ নং পবনাপুর ইউনিয়নের আওয়ামী লীগের কেএম ছিদ্দিকুল ইসলাম রবি নৌকা, জাতীয় পার্টির আর্জিনা আক্তার খুকি (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলম সরকার ছোট বাবা (আনারস), শাহিন খন্দকার (অটোরিক্সা) শফিকুল ইসলাম (হাতপাখা), মো. আব্দুল মালেক আকন্দ (ঘোড়া), মাহাবুবুর রহমান মন্ডল (মোটরসাইকেল), মো.নাজিমুদ্দৌলা বাধন (টেলিফোন) মো. শফিকুল ইসলাম (চশমা) ও এসএম রওশন জামিল (মশাল)।

৮ নং মনোহরপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আব্দুল ওহাব প্রধান রিপন (নৌকা), জাতীয় পার্টি মো. আব্দুল মাজেদ মিয়া (লাঙ্গল), জাসদের মো. মিজানুর রহমান চট্টু (মশাল)স্বতন্ত্র প্রার্থী মাজেদার রহমান দুলু (আনারস), মাহমুদ হোসেন চৌধুরী পান্না (মোটরসাইকেল) ও মো. নাজমুল হক (ঘোড়া)।

৯ নং হরিনাথপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আতিকুর রহমান সরকার আতিক (নৌকা), জাতীয় পার্টি মো. রুহুল আমিন কবীর চৌধুরী রুষো (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মো. মেজবাউল হোসেন (চশমা), এনআইএম আব্দুল হামিদ চৌধুরী (ঢোল) মো. কবীর হোসাইন জাহাঙ্গীর (ঘোড়া)ও মো. আজহারুল ইসলাম (আনারস)।

থানা সূত্রে জানা যায়, ২৮ নভেম্বর রবিবার পলাশবাডীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহনযোগ্য এবং শান্তিপুর্ন ভাবে পরিচালনার লক্ষ্যে,ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন পরিচালনায় ইতিমধ্যেই সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ৬০ টি ভোট কেন্দ্রে ৩ শত ৬৩ টি কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এতে ৯শ ১৮ জন পুলিশ, ৩ হাজার ১শ ৬২ জন আনসার,২ প্লাটুন বিজিবি সার্বক্ষণিক ভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। ৬ টি ইউনিয়নে পুলিশের ১২ টি মোবাইল টিম,কুইক রেসপন্স টিম (কিউআরটি) র‌্যাপিড একশন ব্যাটিলিয়ান র‌্যাব ও সাদা পোষাকে দায়িত্ব পালন করবে ডিবি পুলিশ। এছাড়াও ২ টি স্ট্রাইকিং পার্টি সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠ হতে আইন শৃংখলা নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের কেন্দ্রে প্রেরণ কালে বিফ্রিং করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন,জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, ওসি তদন্ত রুপ কুমার।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে আরো জানা যায়, তৃতীয়ধাপের ইউপি নির্বাচনের তফশীল অনুযায়ী ২৮ নভেম্বর উপজেলার ৬ ইউনিয়নের সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। স্ব স্ব কেন্দ্র ভোট গণনা শেষে পাওয়া যাবে নির্বাচনে জয় পরাজয়ের ফলাফল। ২৭ নভেম্বর সকাল হতে প্রতিটি ইউনিয়নের ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামসহ লোকবল পাঠানো হয়েছে। সকালে কেন্দ্র গুলোতে পাঠানো হবে নির্বাচনী ব্যালট পেপার। এ নির্বাচনে এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ৬’শ ৪৭ জন। এর মধ্যে পুরুষ ৬১ হাজার ১৮জন ও মহিলা ৬৪ হাজার ৬’শ ২৯জন। নির্বাচনে ৪২ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৩৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এদের মধ্যে সংরক্ষিত মহিলা সদস্য ১০২ জন ও সাধারণ সদস্য ২০৪ জন প্রার্থী রয়েছেন।

(এসআইআর/এএস/নভেম্বর ২৭, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test