E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে পৌর ও ইউপিতে নারী ভোটারের উপস্থিতি বেশি

২০২১ নভেম্বর ২৮ ১৮:২২:০৯
টাঙ্গাইলে পৌর ও ইউপিতে নারী ভোটারের উপস্থিতি বেশি

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাই‌লে পৌর ও ইউপি নির্বাচনে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি। ঘাটাইল পৌরসভায় ই‌ভিএ‌ম এ ও জেলার কালিহাতী, মধুপুর ও নাগরপুর উপজেলার ইউপিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ  অনুষ্ঠিত  হয়েছে।

রবিবার (২৮ ন‌ভেম্বর) ভোট শুরু হওয়ার আ‌গেই নারী‌রা লাই‌নে দাঁড়ি‌য়ে গেছেন। পরে তারা তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ কর‌ছেন।

জানা যায়, ঘাটাইল পৌরসভা নির্বাচনে চারজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় কাউন্সিলর পদে ২৫ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন ও কালিহাতী, মধুপুর ও নাগরপুর উপজেলার ২৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য পদে ৮৬৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২৭৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চার নির্বাচনী এলাকায় ২৪৬ ভোটকেন্দ্রে ৫ লাখ ৩৭ হাজার ১৬৪ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগের সুযোগ রয়েছে। নির্বাচন ঘিরে নিরাপত্তার দায়িত্বে ১২ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

(এসএম/এসপি/নভেম্বর ২৮, ২০২১)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test