E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতছড়িতে জাতীয় উদ্যানের ভেতরে মাটিরে নিচে বিপুল পরিমাণ অস্ত্রের সন্ধান

২০১৪ সেপ্টেম্বর ১৭ ১০:০৮:০৮
সাতছড়িতে জাতীয় উদ্যানের ভেতরে মাটিরে নিচে বিপুল পরিমাণ অস্ত্রের সন্ধান

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের সাতছড়িতে জাতীয় উদ্যানের ভেতরে মাটিরে নিচে বিপুল পরিমাণ অস্ত্রের সন্ধান পেয়েছে র‌্যাব।

বুধবার ভোর থেকে অস্ত্র উদ্ধার অভিযান চালাচ্ছে র‌্যাব।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডিং অফিসার মোসাব্বির রহমান জানান, সাতছড়ি জাতীয় উদ্যানে তৃতীয় দফা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। দুপুর ১টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা বিস্তারিত জানানো হবে।

এর আগে প্রথম দফায় ৩ জুন থেকে ৪ জুন পর্যন্ত অভিযানে আটটি বাঙ্কারের সন্ধান পায় র‌্যাব। বাঙ্কারগুলো থেকে একটি মেশিনগান, একটি রকেট লঞ্চার, মেশিনগানের ব্যারেল পাঁচটি, ২২২টি কামানের গোলা ও ছোড়ার কাজে ব্যবহারের ২৪৮টি রকেটের চার্জ এবং বিভিন্ন ধরনের ১২ হাজার ৯৮৭টি গুলি উদ্ধার করা হয়।

দ্বিতীয় দফায় ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত অভিযানে ৯টি এসএমজি, এসএমসি ১, বেটাগান ১, ১টি ৭.৬২ মি.মি. অটো রাইফেল, ৬টি এসএলআর, ২টি এলএমজি, ১টি স্নাইপার টেলিস্কোপ সাইড এবং ২ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

(ওএস/অ/সেপ্টেম্বর ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test