E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে পল্লীবিদ্যুৎ অগ্রাধিকার সেবা কার্ডের উদ্বোধন

২০২১ নভেম্বর ২৯ ১৪:০৫:৪৮
গাজীপুরে পল্লীবিদ্যুৎ অগ্রাধিকার সেবা কার্ডের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ অগ্রাধিকার সেবা কার্ডের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভা কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির। অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিন্নাত আলী, শাহিনা আক্তার শম্পা, মনোয়ারা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জাকির হাসান, আরইবি'র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলতাফ হোসেন চৌধুরী, নির্বাহী প্রকৌশলী সুজন শাহ, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম (কারিগরি) জাহিদুল ইসলাম, এজিএম (এইচআর) জহিরুল ইসলাম, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হক (বাংলাদেশ বেতার) ও সাধারণ সম্পাদক রাহিম সরকার (দৈনিক জনতা) প্রমুখ।

এ সময় ১৫ জন মুক্তিযোদ্ধা, ৫জন রেমিটেন্স যোদ্ধা, ১জন প্রতিবন্ধী ও ১জন সিনিয়র সিটিজোনসহ ২২জন গ্রাহককে পল্লী বিদ্যুৎ অগ্রাধিকার সেবা কার্ড প্রদান করা হয়।

(এসআর/এএস/নভেম্বর ২৯, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test