E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাঙামাটিতে সাতটিতে আ. লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

২০২১ নভেম্বর ২৯ ১৫:০৭:০৩
রাঙামাটিতে সাতটিতে আ. লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

রিপন মারমা, রাঙামাটি : সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতে অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৮টি ইউনিয়নের মধ্যে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আ.লীগ ৭টি এবং স্বতন্ত্র প্রার্থী একটিতে বিজয়ী হয়েছেন। রবিবার (২৮ নভেম্বর) তিনটি উপজেলার ০৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

রাঙামাটির কাউখালী উপজেলার ০৪টি ইউনিয়নের মধ্যে বেতবুনিয়া ইউনিয়নে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী অংক্যজ চৌধুরী এবং কলমপতি ইউনিয়নে আ.লীগের ক্যজাই মারমা চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন বিজয়ী হয়েছেন। উপজেলা দূর্গম ফটিকছড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঊষাতন চাকমা আ.লীগের প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

কাপ্তাই উপজেলায় চিৎমরম ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল আ.লীগের চেয়ারম্যান প্রার্থী ওয়েশ্লিমং চৌধুরী। গত ১৬ অক্টোবর কাপ্তাই চিৎমরম ইউনিয়নের আ.লীগের চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করলে উক্ত ইউনিয়নে দ্বিতীয় ধাপের নির্বাচন বাতিল করে তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা করে নির্বাচন কমিশন। কাপ্তাই রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার বেসরকারিভাবে
এই ফলাফল ঘোষণা করেন। ফলাফলে ৯ টি কেন্দ্রে নৌকা প্রতীকে ওয়েশ্লিমং চৌধুরী পেয়েছেন ১৭৬৯ ভোট। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্ধী টেবিল ফ্যান প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান খাইসা অং মারমা পেয়েছেন ১৪৫১ ভোট।

রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নের মধ্যে বাঙ্গালহালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের প্রার্থী আদোমং মারমা নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। ঘিলাছড়ি ইউনিয়নে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী রবার্ট মারমা এবং গাইন্দা ইউনিয়নে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী পুচিংমং মারমা নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী হয়েছেন।

(আরএম/এসপি/নভেম্বর ২৯, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test