E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০, আটক দুই

২০২১ নভেম্বর ২৯ ১৬:০১:৩১
আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০, আটক দুই

এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত ২০ জন। গত শনিবার বিকেল থেকে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় একটি দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রবিবার বিকেলে বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু ও তার ছোট ভাই রফিকুল ইসলাম সোনালী ব্যাংকের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে শাওন সহ কয়েকজন সন্ত্রাসী অস্ত্রের মুখে রফিক ও অনুকে আহত করে সাত লাখ টাকা ভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নেয়।

এ ঘটনায় আড়াইহাজার থানায় বিএনপি নেতা অনু বাদি হয়ে অভিযোগ দায়ের করেন। এরপর সেদিন রাতেই বিএনপি নেতা অনুর সমর্থকরা জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত শাওনসহ তার অনুসারীরা মিছিলটির ওপর হামলা চালায়। উভয়পক্ষের মধ্যে কয়েকদফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার সেল ও রাবার বুলেট ছুঁড়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২ টায় পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয়রা জানান, এ ঘটনায় গুলিবিদ্ধ সহ অন্তত ২০ জন আহত হয়েছেন, এদের মধ্যে মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, সরকারী সফর আলী ভূইয়া ডিগ্রী কলেজের ভিপি মোহাম্মদ রাজু, পোশাক শ্রমিক আব্দুল হাকিম, রাসেল, রায়হানসহ গুরুতর আহত ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের জানান, বিএনপি ও ছাত্রলীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধসহ কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়াও, সংঘর্ষের সময় ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটকও করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(এমও/এসপি/নভেম্বর ২৯, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test