E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইউপি নির্বাচনে দ্বায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন

২০২১ নভেম্বর ২৯ ১৬:৩৩:৪৭
ইউপি নির্বাচনে দ্বায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংবাদিক পর্যবেক্ষণ হিসেবে পেশাগত দ্বায়িত্ব পালনকালে নিউজ টুয়েন্টিফোর ও দৈনিক আজকের পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি এসএম জুবাইদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক এইচএম খায়রুল বাসারের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় সোমবার দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল আমিন জনি, আজকের পত্রিকা গৌরীপুর প্রতিনিধি আরিফ আহম্মেদ, সাংবাদিক ওবায়দুর রহমান, শাহজাহান কবীর, রাকিবুল ইসলাম রাকিব, আব্দুল কাদির, হলি সিয়াম শ্রাবণ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়, তারপরও পেশাগত দ্বায়িত্ব পালন করতে গিয়ে সারাদেশে বার বার তাঁরা হামলার শিকার হতে হচ্ছে, এটা দুঃখজনক। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করতে গিয়ে আজকের পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলামের উপর যে হামলা হয়েছে তা স্বাধীন সাংবাদিকতার উপর অশনিসংকেত। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতৃবৃন্দ। অনতিবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তাঁরা।

উল্লেখ্য, গত রবিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোট গ্রহণের দিন পেশাগত দায়িত্ব পালন শেষে নিউজ টুয়েন্টিফোর ও আজকের পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি এসএম জুবাইদুল ইসলাম নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে থেকে বের হওয়ার পর তাঁর উপর এ হামলা হয়।

(এস/এসপি/নভেম্বর ২৯, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test