E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৪টি গাড়ীতে আগুন, ৫১ রাউন্ড গুলি 

বালিয়াকান্দিতে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ৬

২০২১ নভেম্বর ২৯ ১৭:৪২:০৬
বালিয়াকান্দিতে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ৬

এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি ও জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা, ২টি মোটর সাইকেল, ২টি মাহেন্দ্রতে অগ্নিসংযোগ ও সরকারী স্কুলের ক্ষতি সাধন হয়েছে। থানায় ৩৯ জনের নাম উল্লেখ করে পৃথক দু,টি মামলা দায়ের হয়েছে। পুলিশ ৬ জন আসামীকে গ্রেফতার করে সোমবার আদালতে পাঠিয়েছে।

বালিয়াকান্দি থানা সুত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণার পর মেম্বার প্রার্থীর সমর্থকরা হামলা। হামলায় নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যদের উপর ব্যালট ছিনতাইয়ের লক্ষে ইটপাটকেল নিক্ষেপ করাসহ দৈশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় নির্বাচনী কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল ও ২টি মাহেন্দ্রে অগ্নিসংযোগ করে।

হামলায় প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতিসাধণ করাসহ ৩-৪ জন পুলিশ ও আনসার সদস্যরা আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৯ রাউন্ড শর্টগানের গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এব্যাপারে ওই কেন্দ্রে দায়িত্বরত ভোটগ্রহণ কর্মকর্তা উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান মুন্সী বাদী হয়ে ৭লক্ষ ৩০ হাজার টাকা ক্ষতির করায় সোমবার বালিয়াকান্দি থানায় ১০ জনের নাম উল্লেখ করাসহ ৬০-৭০জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেছেন।

অপরদিকে, রবিবার রাত ৮টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণা দিয়ে নির্বাচনী সামগ্রী নিয়ে ফেরার পথে হামলা করে। তারা দ্রুত পুনরায় ভোট কেন্দ্রে অবস্থান নিলে ব্যালট পেপার চুরির করে নিয়ে যাওয়ার সময় সরকারী সম্পত্তি রক্ষার্থে ৩ রাউন্ড শর্টগানের গুলি করে। পরে ব্যালট ফেলে রেখে পালিয়ে যায়। তাদের উপর হামলায় এটিএসআই মামুনসহ কয়েকজন আহত হয়। খবর পেয়ে মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে ঘটনার সাথে জড়িত ৬জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রামের গফুর সরদারের ছেলে আশিক সরদার (২৭), বিপুল সরদারের স্ত্রী নুপুর বেগম (৩৫), সোহেল রানার স্ত্রী পাপিয়া বেগম (৩০), ঝিনাইদহ জেলার হাটগোপালপুর গ্রামের রাসেল হোসেনের স্ত্রী তানজিলা আক্তার (২৫), ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পশ্চিম গাড়াকোলা গ্রামের আকিদুল মিয়ার স্ত্রী ঝুমুর বেগম (৩২), শ্রীনাথপুর গ্রামের তৈয়বুর রহমানের ছেলে নাহিদ হাসান (২০)।

সোমবার বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছেন, ওই কেন্দ্রের ভোটগ্রহণ কর্মকর্তা ও রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলীমুদ্দিন শেখ বাদী হয়ে ২৯জনের নাম উল্লেখকরাসহ ৩০-৩৫জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, দু,টি কেন্দ্রে হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ৬জনকে গ্রেফতার করে সোমবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test