E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাড়িতে যেতে না দেওয়ার প্রতিবাদে আতিক গংদের বিরুদ্ধে সোলায়মানের সংবাদ সম্মেলন

২০২১ নভেম্বর ৩০ ১৫:৫৪:০৩
বাড়িতে যেতে না দেওয়ার প্রতিবাদে আতিক গংদের বিরুদ্ধে সোলায়মানের সংবাদ সম্মেলন

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের আতিক গংদের বিরুদ্ধে মামলা করায় বাড়িতে যেতে না দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একই গ্রামের আহালে সুন্নাত ওয়াল জামাত (চিশতিয়া) তরিকা পন্থী সোলায়মান নামে এক যুবক।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম গোবরিয়া গ্রামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের মৃত দুলা মিয়ার পুত্র মো. সোলায়মান (৪৭) অভিযোগ করে বলেন, তিনি আহালে সুন্নাত ওয়াল জামাত (চিশতিয়া) তরিকা পন্থী হওয়ায় তার ভক্ত অনেক নারী-পুরুষ তার বাড়িতে আসা যাওয়া করতে দেখে একই গ্রামের মৃত রুকন উদ্দিনের পুত্র আতিকুর রহমান আতিক (৫৫) দলবল নিয়ে প্রায়ই সোলায়মানের বাড়িতে আসতে ভক্তদের বাঁধা নিষেধ দিয়ে আসছিলো।

এ নিয়ে সোলায়মানের সাথে ঝগড়ার সৃষ্টি হলে উক্ত বিরোধের জের ধরে আতিক ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে গত ২০১৫ সালের ১৫ জানুয়ারি সোলায়মানের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এর পর থেকে আতিক গংদের হুমকি-ধমকি, মারধোর ও অত্যচারে অতিষ্ট হয়ে গত ২৪ অক্টোবর মো. সোলায়মান বাদী হয়ে আতিক গংদের বিরুদ্ধে মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিআর আদালত নং-২, কিশোরগঞ্জে ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩০৭/৩৫৪/৩৭৯/৪২৭/১১৪ দ.বি. ধারায় একটি মামলা দায়ের করেন।

অপর দিকে একই তারিখে মাননীয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, কিশোরগঞ্জে একই গ্রামের মৃত ছফির উদ্দিনের পুত্র মো. হাকিম উদ্দিন (৫৫) গংদের বিরুদ্ধে ফৌ.কা.বি. ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা (নং-১৩৩২/২০২১) দায়ের করেন। এসব মামলা দায়ের করায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ আতিক গংরা গত ২৮ অক্টোবর বৃহস্পতিবার বিকালে সোলায়মানের উপর আক্রমণ করে তাকে খুন করার চেষ্টা করে।

এ ঘটনায় সোলায়মান বাদী হয়ে গত ৩১ অক্টোবর মাননীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত নং-২, কিশোরগঞ্জে আতিক গংদের বিরুদ্ধে ফৌ.কা.বি.১০৭/১১৪/১১৭(সি) ধারায় একটি মামলা দায়ের করেন। এর পর থেকে আতিক গংরা সোলায়মানকে তার বাড়িতে আসতে না দেওয়ায় তাদের ভয়ে বিভিন্ন জায়গায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে দাবী করেন সোলায়মান। তিনি যাতে নির্ভয়ে নিজ বাড়িতে যেতে পারেন সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবর সু-বিচার দাবী করেন।

(এসএস/এসপি/নভেম্বর ৩০, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test