E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কক্সবাজারে পাঁচ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস মাদক জব্দ

২০২১ নভেম্বর ৩০ ১৭:০২:৪০
কক্সবাজারে পাঁচ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস মাদক জব্দ

জাহেদ সরওয়ার, কক্সবাজার : বিজিবি'র  টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে হ্নীলার অবরাং এলাকা থেকে পাঁচ কোটি টাকা মূল্যমানের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে।

গত ২৯ নভেম্বর ২০২১ তারিখ রাতে বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপি’র একটি বিশেষ টহলদল বিআরএম-১৩ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ উত্তর দিকে অবরাং এলাকা নিয়মিত টহল পরিচালনা করছিল। আনুমানিক রাত ২২৪৫ ঘটিকায় উক্ত এলাকা দিয়ে ০২ জন চোরাকারবারিকে ০১টি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। টহলদল উক্ত ব্যক্তিদেরকে দেখা মাত্রই তাদেরকে চ্যালেঞ্জ করে খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হয়। চোরাকারবারিগণ দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করে বহনকৃত ব্যাগটি ফেলে দিয়ে নাফ নদীতে ঝাঁপ দিয়ে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত সাঁতরিয়ে পার্শ্ববর্তী মিয়ানমার সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল বর্ণিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে পাচারকারীদের ফেলে যাওয়া ০১টি কালো প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগটি তল্লাশী করে ব্যাগের ভিতর হতে ৫,০০,০০,০০০/- (পাঁচ কোটি) টাকা মূল্যমানের ০১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করতে সক্ষম হয়। চোরাকারবারিদের আটকের জন্য উক্ত এলাকা ও নদীতীরসহ পার্শ্ববর্তী স্থানে পরবর্তীতে অভিযান পরিচালনা করা হলেও কোন পাচারকারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। উক্ত স্থানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় চোরাকারবারিদের সনাক্ত করাও সম্ভব হয়নি। তবে, তাদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

(জেএস/এসপি/নভেম্বর ৩০, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test