E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় জামানত হারাচ্ছেন নৌকাসহ ৪৪ চেয়ারম্যান প্রার্থী

২০২১ নভেম্বর ৩০ ১৮:০৪:৫৯
মান্দায় জামানত হারাচ্ছেন নৌকাসহ ৪৪ চেয়ারম্যান প্রার্থী

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জামানত হারাচ্ছেন নৌকার একজনসহ ৪৪ জন চেয়ারম্যান প্রার্থী। আদায়কৃত মোট ভোটের ৮ শতাংশের নিচে পেলেই জামানত হারাবেন প্রার্থীরা। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ।

রবিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফলে জানা গেছে, উপজেলার মৈনম ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সামন্ত কুমার সরকারসহ জামানত বাজেয়াপ্তের তালিকায় রয়েছেন জাতীয় পার্টির পাঁচজন, সিপিবির তিনজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন চেয়ারম্যান প্রার্থী। জামানত হারানো প্রার্থীরা হলেন, ভারশোঁ ইউনিয়নে আল মামুন শাহিন (প্রাপ্ত ভোট ৫৪), তুহিন আলী (প্রাপ্ত ভোট ৫৩), মামুনুর রশিদ (প্রাপ্ত ভোট ৩৯) ও মন্টু সোনার (প্রাপ্ত ভোট ১৯৩), ভালাইন ইউনিয়নে ইয়াছিন আলী (প্রাপ্ত ভোট ৬১৪), রওশন আলী মন্ডল (প্রাপ্ত ভোট ৮৮) ও শরিফুল ইসলাম বাবু (প্রাপ্ত ভোট ২৪০), পরানপুর ইউনিয়নে হোসেন মো. আব্দুল গাফফার (প্রাপ্ত ভোট ৬২), মান্দা ইউনিয়নে এজাজ আহমেদ হিন্দোল (প্রাপ্ত ভোট ৩৯৮), নুর মোহাম্মদ মেহেদী (প্রাপ্ত ভোট ৩৫৩), আলমগীর হোসেন (প্রাপ্ত ভোট ১৩৬২), মোতাহার হোসেন বাবলু (প্রাপ্ত ভোট ২৬৫) ও শহীদুল ইসলাম বেলাল (প্রাপ্ত ভোট ৪১৫), গনেশপুর ইউনিয়নে এবি সিদ্দিক (প্রাপ্ত ভোট ২৮৫) ও এমদাদুল হক সুলতান (প্রাপ্ত ভোট ১২৩৮) ও শহিদুল ইসলাম (প্রাপ্ত ভোট ১২০), মৈনম ইউনিয়নে সেলিনা পারভীন (প্রাপ্ত ভোট ৮), আবুল হোসেন (প্রাপ্ত ভোট ৭৬), ইউছব আলী মীর (প্রাপ্ত ভোট ৯৭), ফারুক হোসেন (প্রাপ্ত ভোট ১৯), শাহনেওয়াজ প্রামানিক (প্রাপ্ত ভোট ৩৪৮), সাহারুল ইসলাম (প্রাপ্ত ভোট ৩৬৩), সেকেন্দার আলী (প্রাপ্ত ভোট ২৪) ও সামন্ত কুমার সরকার (প্রাপ্ত ভোট ৫৩৬), প্রসাদপুর ইউনিয়নে ফয়েজ উদ্দিন সরদার (প্রাপ্ত ভোট ১৪৬) ও সাহাদৎ রাজীন সাগর (প্রাপ্ত ভোট ১৭), কুসুম্বা ইউনিয়নে মামুনুর রশিদ (প্রাপ্ত ভোট ২০৫), তেঁতুলিয়া ইউনিয়নে একেএম নাজমুল হক নাজু (প্রাপ্ত ভোট ১২৯৮) ও হাফিজুর রহমান (প্রাপ্ত ভোট ৩৬), নুরুল্লাবাদ ইউনিয়নে গোলাম মোস্তফা প্রামানিক (প্রাপ্ত ভোট ৮০৮) ও রফিকুল ইসলাম (প্রাপ্ত ভোট ৭০), কালিকাপুর ইউনিয়নে শরীফ হোসাইন প্রামানিক (প্রাপ্ত ভোট ১২), কাঁশোপাড়া ইউনিয়নে এসএম শহীদুজ্জামান (প্রাপ্ত ভোট ১৮) ও ফরহাদ হোসেন (প্রাপ্ত ভোট ৮৩), কসব ইউনিয়নে এজিএম কিবরিয়া (প্রাপ্ত ভোট ৫৩০), আনিছুর রহমান (প্রাপ্ত ভোট ৬৫৫), আব্দুল মান্নান সরদার (প্রাপ্ত ভোট ৩৮), শহিদুল ইসলাম (প্রাপ্ত ভোট ৫৫০), শাহাদৎ হোসেন (প্রাপ্ত ভোট ১৯৯), সোলাইমান আলী ম-ল (প্রাপ্ত ভোট ৮১) ও শৈবাল চন্দ্র প্রামানিক (প্রাপ্ত ভোট ৪০), বিষ্ণুপুর ইউনিয়নে আব্দুল মান্নান সাহানা (প্রাপ্ত ভোট ৬০), এসএম মমতাজুল ইসলাম (প্রাপ্ত ভোট ১০৭) ও মোশারফ হোসেন প্রামানিক (প্রাপ্ত ভোট ৮৯)।

(বিএস/এসপি/নভেম্বর ৩০, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test