E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে ওমর ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

২০২১ নভেম্বর ৩০ ১৮:৫৪:৪১
হালুয়াঘাটে ওমর ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে স্বেচ্ছাসেবী সংগঠন ওমর ফাউন্ডেশনের উদ্যোগে ও আর্থিক সহায়তায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ নভেম্বর ) সকালে পৌর শহরের ডি.এস আলিম মাদ্রাসায় ফ্রি চক্ষু ক্যাম্পে মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ্, আ.ন.ম সাদেকুর রহমান নঈম, ব্যাবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহাম্মদ, ডি.এস আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই ও ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, পৌরশহরের ৭নং ওয়ার্ডের কউন্সিলার মনিরুজ্জামান স্বাধীনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি।

ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল বলেন, চক্ষু ক্যাম্পে প্রায় ২ হাজার রোগীর প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। চোখের ছানি পড়া রোগীদের ময়মনসিংহ বি.এন.এস.বি চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন, ঔষধ ও থাকা খাওয়ার যাবতীয় খরচ বহন করবেন ওমর ফাউন্ডেশন। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন বিএনপি নেতা তরিকুল ইসলাম চঞ্চল।

(জেসিজি/এসপি/নভেম্বর ৩০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ জানুয়ারি ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test