E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তালতলীতে বিদেশ ফেরত গৃহবধূকে এসিড নিক্ষেপ

২০২১ ডিসেম্বর ০১ ১৬:৪১:২২
তালতলীতে বিদেশ ফেরত গৃহবধূকে এসিড নিক্ষেপ

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বিদেশ ফেরত এক গৃহবধুকে এসিড নিক্ষেপ করে জলসে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এসিড নিক্ষেপে ওই গৃহবধু মুখমন্ডল ও শরীর ঝলসে গেছে। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের উত্তর ঝাড়াখালী গ্রামে মঙ্গলবার গভীর রাতে। ঝলসে যাওয়া গৃহবধূ সেলিনা বেগমকে (৩৫) স্বজনরা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, গত পাঁচ বছর পুর্বে জালাল উদ্দিন ও তার স্ত্রী সেলিনা বেগম চাকুরীর সুবাদে সৌদি আরবে যান। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে গত বছর সেলিনা বেগম দেশে আসেন। ওই সময় থেকে তিনি তার বাবার বাড়ীতে অবস্থান করছিল। মঙ্গলবার দিবাগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে গেলে মুখোশ পরিহিত এক ব্যাক্তি তার মুখমন্ডলে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ওই গৃহবধুর মুখমন্ডল ও শরীর ঝলসে যায়। আহত সেলিনা বেগমকে স্বজনরা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

এসিডে ঝলসে যাওয়া গৃহবধুর জামাতা মোঃ আতিকুর রহমান বলেন, সেলিনা বেগমকে এসিড মেরে ঝলসে দেয়া হয়েছে।

তালতলী থানার ওসি মোঃ শাহাদাত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এসএন/এসপি/ডিসেম্বর ০১, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test