E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্ব সেরা নতুন ভবন

রিবা আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল 

২০২১ ডিসেম্বর ০২ ১৮:১১:১৮
রিবা আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আধুনিকত্বে বিশ্বের সেরা নতুন ভবন হিসেবে রিবা আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছে শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল। যুক্তরাজ্য ভিত্তিক রয়্যাল ইনষ্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (রিবা) পুরস্কারের জন্য পাঁচ সদস্যের জুঁরি বোর্ড গত ১৬ নভেম্বর এ তালিকা প্রকাশ করে।

ব্যতিক্রমী কারুকার্য ও নকশার জন্য জার্মানের জেমস-সায়মন গ্যালারী ও ডেনমার্কের কোপেনহেগেনের লিলে ল্যাঞ্জেব্রো সেতুর সঙ্গে চুড়ান্ত প্রতিযোগিতায় স্থান পেয়েছে সুন্দরবন উপকুলের এ স্থাপনা। পরিবর্তিত জলবায়ু পরিস্থিতির বিষয়াবলী প্রাধান্য পাওয়াতে ১১ দেশের ১৬টি ব্যতিক্রমী নকশার স্থাপনার মধ্যে শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতাল আন্তর্জাতিক এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা সদর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে সোয়ালিয়া গ্রামে ১৪ কোটি টাকা ব্যয়ে দুই একর জমির উপর আধুনিক সুযোগ সুবিধা সংবলিত এ হাসপাতাল নির্মিত হয়েছে। নিপুন নির্মাণ শৈলীতে ৪৭ হাজার ৭৭২ বর্গফুট জায়গার উপর গড়ে তোলা হয়েছে ২০টি ভবন বিশিষ্ঠ এ স্থাপনা।

স্থানীয় প্রযুক্তি ও নির্মাণ সামগ্রী ব্যবহার করে নির্মিত এ হাসপাতালে বহিবিভাগে ও অন্তঃবিভাগে চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি অডিটোরিয়াম,কনভেনশন সেন্টার, ক্যান্টিন আর প্রার্থনা কক্ষেরও ব্যবস্থা রয়েছে। চিকিৎসক, সেবিকাসহ ৫৬ জন কর্মকর্তা-কর্মচারীর আবাসিক সুবিধা রাখা এ স্থাপনায় অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা চোখে পড়ার মত।
পরিবেশ বিপর্যয় রোধে মুল ভু-খন্ডের উপর গড়ে তোলা এ স্থাপনার যাবতীয় বর্জ্য ধ্বংসে নিজস্ব ব্যবস্থাপনায় এসটিপির ব্যবস্থা করা হয়েছে। ভবনসমুহের মধ্যভাগ ও পাশ দিয়ে জলাধার সৃষ্টির মাধ্যমে নির্মল পরিবেশের উপস্থিতি নিশ্চিত করে প্রকৃতিকে আলিঙ্গনের দৃশ্যমান উদাহরণ সৃষ্টি করা হয়েছে ।

সূত্রটি আরো জানায়, স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী ২০ শয্যার এ হাসপাতালের নকশা তৈরি করেছেন। নকশা প্রস্তুতের সময় বাতাসের গতিপথ বিবেচনায় হাসপাতালের ওয়ার্ডগুলোর অবস্থান নির্ধারণ করা হয়েছে। ইতিপুর্বে বাংলাদেশের এ স্থপতির নকশাকৃত গাইবান্ধার আরবানা ভবনটি আগা খান স্থাপত্য পুরস্কারে ভূষিত হয়েছিল।

সরেজমিন বৃহষ্পতিবার সোয়ালিয়া গ্রামে যেয়ে দেখা গেছে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডের সামনে উঠানের মত খালি জায়গা রাখা হয়েছে। পলেস্তারা ছাড়াই ভবনসমূহের দেয়াল ও ছাদে শুধুমাত্র ইটের গাথুনী আর ঢালাইয়ের উপস্থিতি শোভা বৃদ্ধির সঙ্গে সঙ্গে লবনাক্ততার ক্ষতিকর প্রভাব এড়ানোর চেষ্টায় স্বাক্ষী হয়েছে। ভবনসমূহের বিভিন্ন স্থানে সামঞ্জস্যমতে নানান প্রজাতির ফলজ ও বনজ গাছ লাগিয়ে মুল নকশায় পরিপুর্নতার অপুর্ব মিলন ঘটনো হয়েছে। চারপাশে ঘিরে থাকা লবন পানির উপস্থিতিকে বিবেচনায় নিয়ে স্থাপনার মধ্যে লবনাক্ত পানি শোধনে ট্রিটমেন্ট প্লান্ট্রের ব্যবস্থা রাখা হয়েছে।

আরও দেখা যায়, মনোরম স্থাপত্য শৈলীর মাধ্যমে হাসপাতালের ইনডোর ও আউটডোরের ক্ষেত্রে দুই ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। জায়গা স্বল্পতার কথা বিবেচনায় নিয়ে সীমানা প্রাচীরের পরিবর্তে বিভিন্ন অংশে ১০ ফুট চওড়া জলাধান নির্মাণ করা হয়েছে। লবনাক্ততার প্রভাবমুক্ত রাখতে বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে এ স্থাপনার যাবতীয় ভবন এক ও দোতলায় সীমাবদ্ধ রাখা হয়েছে।

ভবনসমুহের একাধিক অংশে ইট ও কাঁচের সমন্বয়ে ভেন্টিলেশন ব্যবস্থাসহ প্রশস্থ জানালার উপস্থিতি- গোটা স্থাপত্যে দৃষ্টি কেড়েছে। বিদ্যুৎ এর বিকল্প হিসেবে সুপরিসর করিডোর আর বিস্তর প্রাকৃতিক আলো বাতাসের উপস্থিতির বিষয়টি স্থাপত্য শৈলী গুরুত্বপূর্ণ করে তুলেছে। ভবনসমূহের তলদেশ দিয়ে আধুনিক পয়ঃনিস্কাশন ব্যবস্থার মাধ্যমে অতিরিক্ত পানি পাশের কল্যাণপুর খালের মাধ্যমে মাদার নদীতে নিস্কাশনের ব্যবস্থা স্থাপনা শৈলীর আলাদা মাত্রা যোগ হয়েছে।

শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতাল রক্ষণাবেক্ষনের দায়িত্বে থাকা এহসানুল হক জানান, শ্যামনগর উপজেলা সদর থেকে দুই কিলো মিটার দুরে ২০১৪ সালের মার্চ মাসের মেষের দিকে এ হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়। ২০১৮ সালে কাজ সম্পন্নের পর একই বছরে সেখানে উপকূলীয় জনপদের সেবা প্রত্যাশীদের চিকিৎসা সেবা শুরু হয়। মুল স্থাপনার মধ্যে পাঁচটি ভবন আবাসিক ও ১৫টি স্বাস্থ্য সেবার কাজে ব্যবহৃত হয় জানিয়ে তিনি বলেন, পর্যাপ্ত ভেন্টিলেশন সুবিধা এ স্থাপনার বিশেষত্ত্ব।

তত্ত্বাবধায়ক শাহিনুর রহমান জানান, সরকারি হাসপাতালসমুহের মত সেখানে ২৪ ঘন্টা জরুরি বিভাগে সেবার ব্যবস্থা রয়েছে। সার্বক্ষনিক ৬ জন চিকিৎসক ও ১২ জন সেবিকা চিকিৎসা সেবায় নিয়োজিত উল্লেখ করে তিনি বলেন, প্রায় প্রতি মাসে দেশের বাইরে থেকে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ফ্রেন্ডশিপ হাসপাতালে এসে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন।

আধুনিক স্থাপত্য শৈলী দৃষ্টিনন্দন হাসপাতাল ভবনটি’র খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশের গন্ডি পেরিয়ে বহির্বিশ্বে। স্থানীয় প্রকৃতি এবং আবহাওয়া বিবেচনায় স্থপতি কাশেফ চৌধুরীর নকসায় নির্মিত ফ্রেন্ডশিপ হাসপাতাল জিতে নেয় ২০২১ সালের রয়্যাল ইন্সটিটিউট অব বিট্রিশ আর্কিটেক্ট -রিবা অ্যাওয়ার্ড। হাসপাতালের পরিচালক অসিম রোজারিও জানান, শুধু সাতক্ষীরা জেলার নয়, ফ্রেন্ডশিপ হাসপাতাল থেকে স্বাস্থ্য সেবার সুযোগ রয়েছে দেশের যে কোন জেলার বাসিন্দাদের।

স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী জানান, জলবায়ু পরিবর্তনের ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্থ এলাকার অন্যতম শ্যামনগর। সেখানে যাবতীয় সুযোগ সুবিধা রেখে একটি হাসপাতালের নকশা তৈরীর সময় স্বল্প বাজেটের কথা বিবেচনায় নিতে বলা হয়। পারিপার্শ্বিক অবস্থার পাশাপাশি সর্বোচ্চ আধুনিকতার ছোঁয়া এবং প্রাণ ও প্রকৃতির সাথে জীব বৈচিত্রের কথা মাথায় রেখে এ স্থাপনার নকশা তৈরী করা হয়।

(আরকে/এসপি/ডিসেম্বর ০২, ২০২১)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test