E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ৪০১টি প্রতিমা দিয়ে শারদীয় দূর্গোৎসবের আয়োজন

২০১৪ সেপ্টেম্বর ১৭ ১৪:২৮:১৫
বাগেরহাটে ৪০১টি প্রতিমা দিয়ে শারদীয় দূর্গোৎসবের আয়োজন

বাগেরহাট প্রতিনিধি : হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের পূজা মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। বাগেরহাট জেলা সদরের খানপুর ইউনিয়নের হাকিমপুর শিকদার বাড়ির দূর্গা মন্দিরে ৪০১টি দেবদেবীর প্রতিমা তৈরি করা হচ্ছে দেশের সর্ববৃহত মণ্ডপ। এছাড়া সদরের কাড়াপাড়া গ্রামের রামকৃষ্ণ সেবাশ্রমের সার্বজনীন পূজা মন্দিরে এবছর মোট ২৫১টি দেবদেবীর প্রতিমা দিয়ে তৈরি দূর্গা পূজার মণ্ডপ।

গত বছর এই মন্দিরে প্রতিমার সংখ্যা ছিল ২০১টি। এনিয়ে বাগেরহাট জেলায় এবছর ৫৭১টি পূজা মণ্ডপে শারদীয় দূর্গাপূজা মণ্ডপে ভাষ্করা (কারিগররা) রাতদিন ব্যস্ত আছেন প্রতিমা তৈরীর কাজে। মাটির কাজ শেষে রং তুলির কাজ শুরু করেছেন। প্রতিমা তৈরির পাশাপাশি পূজা মণ্ডপগুলোতে শুরু হয়েছে সাজসজ্জ্বার কাজ। আসন্ন শারদীয় দূর্গোৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এক ধরনের উৎসব বিরাজ করছে। আগামী পহেলা অক্টোবর থেকে শারদীয় দূর্গাপূজা শুরু হবে।

সনাতন হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণ ও মহাতারতের বিভিন্ন দেবদেবী নিয়ে হাকিমপুর শিকদার বাড়ির দূর্গা পূজা মণ্ডপে ৪০১টি প্রতিমা ও কাড়াপাড়ার রামকৃষ্ণ সেবাশ্রমের সার্বজনীন পূজা মন্দিরে ২৫১টি প্রতিমা তৈরি কাজ দেখতে এখনই দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছে। এদুটি মণ্ডপের প্রতিমার ভাষ্কররা তিন মাস ধরে নিপুন হাতে তৈরি করেছেন বিভিন্ন দেবদেবীর প্রতিমা।

বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়িতে দেশের সর্ববৃহত দূর্গাপূজা মণ্ডপ আয়োজক বিশিষ্ট ব্যাবসায়ী দুলাল শিকদার জানান, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি প্রতিমা নিয়ে তারা এবার বড় দূর্গা উৎসব পালন করা হবে। এখানে সর্ব শ্রেণীর মানুষ প্রতি বছরের ন্যায় এবারও এই উৎসব উপভোগ করতে অনেক জেলা থেকে আসবে বলে তিনি আশা করছেন। কাড়াপাড়া গ্রামের রামকৃষ্ণ সেবাশ্রমের সার্বজনীন পূজা মন্দিরের সাধারণ সম্পাদক তাপস কুমার সেন বলেন, রামায়ণ থেকে এসব দেবদেবীর প্রতিমা তৈরি করা হয়েছে। এদুটি পূজামণ্ডপের আয়োজকরা দেশবাসীকে তাদেও মণ্ডপের প্রতিমা দেখতে আমন্ত্রণ জানিয়েছেন।

বাগেরহাট জেলা প্রশাসক মু,শুকুর আলী জানান, বাগেরহাট জেলার নয়টি উপজেলায় এবছর মোট ৫৭১টি মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছরের মত এবছরও জাকজমকপূর্ণভাবে উদযাপিত হবে। দূর্গোৎসব উপলক্ষে বাগেরহাটের মন্দিরগুলোতে প্রতিমা তৈরির কাজ চলছে। বাগেরহাট সদরের হাকিমপুর শিকদার বাড়ি ও কাড়াপাড়া ছাড়াও জেলার বেশ কয়েকটি মন্দিরে একশর উপরে প্রতিমা দিয়ে পূজা মণ্ডপ তৈরী করা হয়েছে। সার্বজনীন দূর্গোৎসবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন সকল প্রস্তুতি গ্রহন করেছে।

(একে/এএস/সেপ্টেম্বর ১৭, ২০১৪)



পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test