E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজাকিস্তানের নাগরিক নিহত

২০২১ ডিসেম্বর ০৩ ১৭:০২:০৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজাকিস্তানের নাগরিক নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পেলোডার গাড়ির ধাক্কায় কোনিরবায়েভ বায়ুরঝান (৩৬) নামে এক কাজাকিস্তানের নাগরিকের নিহত হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে প্রকল্পের অভ্যস্তরে ১ম রিয়্যাক্টর ভবনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত কাজাকিস্তানের নাগরিক ওই প্রকল্পে সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমথ কোম্পানিতে কাজের জন্য ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন। তিনি ইনস্টলার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পেলোডার গাড়ি হতে মালামাল নামানোর সময় পেছন দিকে কোনিরবায়েভ ধাক্কা খেয়ে আঘাতপ্রাপ্ত হন। তাকে প্রথমে প্রকল্পের মেডিকেল সেন্টারে এবং পরে ঈশ্বরদী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ কাজাখ নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানাের প্রস্তুতি চলছে।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ০৩, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test