E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার

২০২১ ডিসেম্বর ০৫ ১৭:১০:৩৫
নওগাঁয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার

নওগাঁ প্রতিনিধি : “লঙ্ঘিত হলে ভোক্তা অধিকার, অভিযোগ করলেই পাবেন প্রতিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার বেলা ১১টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মাদ ইব্রাহিমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ। বক্তব্য রাখেন, ডিডিএলজি উত্তম কুমার রায়, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি বিশ^জিৎ সরকার মনি, জাতীয় মহিলা সংস্থার সভাপ্রধান শাহনাজ বেগমসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মো. শামীম হোসেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় একই সভাকক্ষে জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে প্রধানমন্ত্রীর দেয়া মাসে ২ হাজার টাকা করে জেলার ৫ জন কৃতি খেলোয়ারের মাঝে প্রত্যেককে ১ বছরে ২৪ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করেন, জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ।

(বিএস/এসপি/ডিসেম্বর ০৫, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test