E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে বোমা তৈরির সময় বিস্ফোরণে তিনজন আহতর ঘটনায় মামলা, গ্রেফতার ১

২০২১ ডিসেম্বর ০৫ ১৮:৩৬:০১
গৌরনদীতে বোমা তৈরির সময় বিস্ফোরণে তিনজন আহতর ঘটনায় মামলা, গ্রেফতার ১

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ মাদ্রা ফারিহা পার্ক সংলগ্ন এলাকার পরিত্যাক্ত একটি টিনের ঘরের মধ্যে বোমা তৈরির সময় বিস্ফোরণে তিনজন আহত হওয়ার ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ ১৪ জনকে আসামি করে গৌরনদী থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে গৌরনদী থানার এসআই ইমাম হোসেন বাদি হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় ৭ নম্বর আসামি পার্কের পরিচ্ছন্নতা কর্মী আবদুর রহমান মীরকে গ্রেফতার করেছে পুলিশ।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত হওয়ার ঘটনায় থানার এসআই ইমাম হোসেন বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। এ মামলায় পার্কের পরিচ্ছœতা কর্মী আবদুর রহমান মীরকে গ্রেফতার দেখিয়ে রবিবার বিকালে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আহত হারুনের বোন পার্ক ঘেষা বাড়ির বাসিন্দা নাছিমা বেগম জানান, তার বড় ভাই হারুন হাওলাদার ঢাকায় যাওয়ার কথা বলে গত বুধবার বিকালে বাবার (বাপের) বাড়ি থেকে বের হয়। বোমায় তার বড় ভাই হারুন হাওলাদারের দুই হাতের কুনুই পর্যন্ত উড়ে গেছে এবং মুখ মন্ডল ঝলসে গেছে। আহত অবস্থায় ভাই হারুনকে তিনি (নাছিমা) দেখেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নিয়ে আত্মগোপনে চিকিৎসা করানো হচ্ছে। থানা পুলিশ তাকে (নাছিমা) শনিবার দুপুর সোয়া ২টার দিকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বাদ মাগরিব বাড়ি পাঠিয়ে দিয়েছে বলে নাছিমা বেগম জানান।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার কটকস্থল-দক্ষিণ মাদ্রা ফারিয়া গর্ডেনের (পার্কে) একটি পরিত্যক্ত টিনের ঘরের ভেতর শুক্রবার দিবাগত রাতে মো. রায়হান, মো. কাওছারের নেতৃত্বে বোমা তৈরি করছিল। বোমা তৈরির সময় অসাবধানতাবশত রাত সাড়ে ১২টার দিকে একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে বোমা তৈরির কারিগর হারুন হাওলাদার (৪০)সহ ৩ জন গুরুতর আহত হয়েছে। এসময় বোমা বিস্ফোরণে গোটা এলাকা প্রকম্পিত হয়ে উঠলে মানুষের মাঝে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমা বিস্ফোরণে বোমার কারিগর হারুনের দুই হাতের কুনুই পর্যন্ত উড়ে গেছে ও মুখ মন্ডল ঝলসে গেছে। বোমার আঘাতে পার্কের ওই পরিত্যক্ত টিনের ঘরের বেড়া ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যাতে ঘটনাস্থল শনাক্ত করতে না পারে এ জন্য ঘটনার সাথে জড়িতরা তাৎক্ষনিক ঘটনাস্থল ধুঁয়ে মুছে ঘরের মেঝে বালু’র প্রলেপ দিয়ে রাখে।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৫, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test