E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০২১ ডিসেম্বর ০৫ ২১:৫১:৩৮
টাঙ্গাইলে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলার আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খান প্রমুখ।

এ সময় বিএনপির কেন্দ্রীয় সদস্য ওবায়দুল হক নাছির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন, সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুগ্ম আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন, আমল ব্যানার্জী, দেওয়ান শফিকুল ইসলাম ও সিনিয়র সদস্য বেনজির আহমেদ টিটুসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিকেলে আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় অঙ্গ সহযোগী সংগঠনসহ বিএনপির বিভিন্ন ইউনিটের কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

এ সময় বক্তরা বলেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিএনপি অনড় থাকবে। খালেদা জিয়া নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। অথচ সরকারের খেয়াল নেই।

(এসআইএম/এএস/ডিসেম্বর ০৫, ২০২১)

পাঠকের মতামত:

১৯ জানুয়ারি ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test