E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান কারাগারে

২০২১ ডিসেম্বর ০৫ ২২:০৩:৩৭
গাইবান্ধায় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান কারাগারে

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার বালুয়া বাজারের ব্যবসায়ী রোকন হত্যা মামলায় রামচন্দ্রপুর ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (৫ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ নির্দেশ দেন। এর আগে রামচন্দ্রপুর ইউনিয়নের ওই চেয়ারম্যান উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তবতী জামিন নিয়েছিলেন।

আসামিপক্ষের আইনজীবী সাবেক পিপি শফিকুল ইসলাম শফি জানান, এ বছর উচ্চ আদালত থেকে মোসাব্বির হোসেন আট সপ্তাহের অন্তবতীকালীন জামিন নিয়েছিলেন। রবিবার জামিনের ছিল শেষ দিন। আজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে বিচারক কারাগারে পাঠান।

উলে­খ্য, চলতি বছরের ১৭ জুন (বৃহস্পতিবার) সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়াবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী রোকন সরদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হন ইউপি সদস্য আশিকুজ্জামান ও জিল­ুর রহমান। নিহত রোকন সরদার ভগবানপুর গ্রামের আবদুর রউফ সরদারের ছেলে।

এ ঘটনায় নিহতের বড় ভাই খোকন সরদার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোসাব্বিরসহ ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন মোসাব্বির হোসেন।

(এসআইআর/এএস/ডিসেম্বর ০৫, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test