E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে উত্তরপত্র লেখার পর শিক্ষার্থীরা জানলো পরীক্ষা স্থগিত

২০২১ ডিসেম্বর ০৬ ১৭:৫৭:৪৮
টাঙ্গাইলে উত্তরপত্র লেখার পর শিক্ষার্থীরা জানলো পরীক্ষা স্থগিত

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির বোর্ড সমাপনীর গণিত-১ বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল, যথারীতি কেন্দ্রে উপস্থিত  উত্তরপত্রে রোল-রেজিস্ট্রেশন নম্বর লেখার পর তা জানতে পারে, পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) সকালে ভূঞাপুর উপজেলার নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় ও অলোয়া মনিরুজ্জামান বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে ।

পরীক্ষা কেন্দ্র থেকে জানা গেছে, উপজেলার নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ও অলোয়া মনিরুজ্জামান বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে শিক্ষার্থীরা উপস্থিত হয়। নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের মাঝে উত্তরপত্র বিতরণ করেন শিক্ষকরা। পরে খাতায় রোল ও রেজিস্ট্রেশন নম্বর লেখার পর ৯টা ৫৫ মিনিটে জানতে পারে ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে কক্ষের দায়িত্বে থাকা শিক্ষকরা পরীক্ষার্থীদের কাছ থেকে পূরণ করা উত্তরপত্র নিয়ে নেন। পরীক্ষার পরবর্তী সময়সূচি জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয় শিক্ষার্থীদের। অলোয়া বিএম কলেজ কেন্দ্রে ২৯৬ জন ও নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫৫ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল।

শিক্ষার্থীরা জানায়, বৃষ্টিতে ভিজে পরীক্ষার হলে এসেছিলাম। ঘূর্ণিঝড়ের কারণে আগেই যদি পরীক্ষা স্থগিত করা হতো, তাহলে এই ভোগান্তিতে পড়তে হতো না। পরীক্ষার পরবর্তী তারিখ আমাদের জানানো হয়নি।

নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব শামছুল আলম বলেন, ‘যথাসময়ে শিক্ষার্থীদের কাছে উত্তরপত্র বিতরণ করা হয়েছিল। পরে শিক্ষার্থীরা খাতায় রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে ফেলে। হঠাৎ জানতে পারি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে তা উত্তোলন করে নেওয়া হয়। তবে প্রশ্নপত্র খোলা হয়নি।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মেসেজ আসে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে কেন্দ্রে মেসেজ পৌঁছে দেওয়া হয়। কিন্তু তা পরীক্ষা কক্ষে পৌঁছার আগেই শিক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে ফেলে।

(এসআইএম/এএস/ডিসেম্বর ০৬, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test