E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বারি পরিদর্শনে কানাডার প্রতিনিধি দল

২০২১ ডিসেম্বর ০৭ ১৭:৪৭:৩৬
বারি পরিদর্শনে কানাডার প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার, গাজীপুর : কানাডার তিন সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) অতিথিবৃন্দ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বিজ্ঞানীবৃন্দ।

প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ইউনিভার্সিটি অব সাচকাচুয়ান, কানাডা’র গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (জিআইএফএস) এর বঙ্গবন্ধু রিচার্স চেয়ার ইন ফুড সিকিউরিটি মি. এনড্রিও শার্প, সাস্কাটুন কানাডা’র ন্যাশনাল রির্চাস কাউন্সিল (এনআরসি) এর রিচার্স সাইন্টিস্ট জনাব পঙ্কজ ভৌমিক, ইউনিভার্সিটি অব সাচকাচুয়ান, কানাডা’র গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (জিআইএফএস) এর ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট ম্যানেজার হাসান পারভেজ আহমেদ।

বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের উপস্থিতিতে তাঁর কার্যালয়ে বারি’র বিজ্ঞানীদের সাথে প্রতিনিধি দল ভবিষ্যতে গবেষণার পরিকল্পনা বিষয়ক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারি’র জীব প্রযুক্তি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল্লাহ ইউফুছ আকন্দ, পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মো. হাফিজুল হক খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রধান টেকনিক্যাল অফিসার জনাব মো. মুস্তাফিজুর রহমান সহ বারি’র বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ।

পরে অতিথিবৃন্দ ইনস্টিটিউটের জীব প্রযুক্তি ও পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের ল্যাব ও গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।

(এস/এসপি/ডিসেম্বর ০৭, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test