E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

২০২১ ডিসেম্বর ০৭ ১৮:৫৪:৫৭
সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আজ ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারতীয় সহকারি হাই কমিশনার শ্রী রাজেশ কুমার রায়না।

জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ জোহরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পি, মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি প্রমুখ।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার শান্তি কামনা বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এ দিকে মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে তাদের পলাশপোলস্ত কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। পরিষদের আহবায়ক সুভাষ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দৈনিক মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি অ্যাড. আবুল কালাম আজাদ, দেশ টিভি’র শরিফুল্লাহ কায়সার সুমন, নিউজ ২৪ এর আমেনা বিলকিস ময়না, ইনডিপেনডেন্ট টেলিভিশনের আবুল কাশেম, ডিবিসি’র এম জিল্লুর রহমান প্রমুখ।

(আরকে/এসপি/ডিসেম্বর ০৭, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test