E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপ্তাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এডভোকেসি ও পরিকল্পনা সভা 

২০২১ ডিসেম্বর ০৮ ১৮:১৮:২৩
কাপ্তাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এডভোকেসি ও পরিকল্পনা সভা 

রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটি কাপ্তাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর ) সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এডভোকেসী সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দপ্তরে অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসীর জাহান সভাপতিত্বে বক্তব্যে তিনি জানান, আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী ৬ মাস-৫ বছর বয়সী শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ক্যাপসুল খাওয়ানো হবে।

এইসময় স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী, জানান, কাপ্তাই উপজেলায় এ কার্যক্রমের অধীনে ৬-১১ মাস বয়সী ১০৪৭ জন ও ১২-৫৯ মাস বয়সী ৭৫০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ১ দিন করে স্বাস্থ্য কর্মীদের উপস্থিতি ও তত্ত্বাবধানে ৬-১১ মাস বয়সীদের নীল ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সীদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্স এর স্থায়ী কেন্দ্রে ৪ দিনই ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, করোনা কালীন স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এ সময় সংশ্লিষ্ট সকলের কাছে সহযোগিতা কামনা করেন।

সেসময় সভা আরোও উপস্থিত ছিলেন, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সাংবাদিকসহ কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাগণ প্রমুখ।

(আরএম/এসপি/ডিসেম্বর ০৮, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test