E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ৮ দফা দাবিতে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের মানববন্ধন

২০২১ ডিসেম্বর ১০ ১৫:২৫:৪৪
সাতক্ষীরায় ৮ দফা দাবিতে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন ও জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে ৫ ডিসেম্বর বিশ্ব মানবিক মর্যাদা দিবস ও ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ওই মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাশ, সদস্য মন্টু কুমার দাশ, সাতক্ষীরা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম, বেদে কমিটির সভাপতি আকবর আলী, বিশিষ্ট সমাজ সেবক শওকত হোসেন, দলিত নেতা উজ্জ্বল দাশ, প্রবীর দাশসহ দলীত জনগোষ্ঠীর অর্ধশত নারী-পুরুষ।

মানববন্ধনে বক্তারা সরকারী চাকরীতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন, জাতপাক ও পেশাত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন, জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনিদিষ্টভাবে সামাজিক নিরাপত্ত কর্মসূচির বরাদ্দ বৃদ্ধিসহ ৮ দফা অতি দ্রুত বাস্তবায়নের দাবী জানান।

(আরকে/এসপি/ডিসেম্বর ১০, ২০২১)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test