E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন রকম অনিয়ম সহ্য করা হবে না’

২০২১ ডিসেম্বর ১১ ১৭:৫০:০৫
‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন রকম অনিয়ম সহ্য করা হবে না’

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহে ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে সদর উপজেলার ১৫ টি ইউপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণ বিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাঃ আঃ ছালেক।

জেলা প্রশাসক তার বক্তৃতায়, ঝিনাইদহ সদরের ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোতে কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবেনা। কোন প্রার্থী মটরসাইকেল শোভাযাত্রা করলেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। কেও ভোট কেন্দ্র দখল, পেশীশক্তি বা কোন ধরণের অপরাধের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহনের হুসিয়ারী দেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে প্রার্থীদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তারা।

(একে/এসপি/ডিসেম্বর ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test