E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৭২ তম শাখার উদ্বোধন

২০২১ ডিসেম্বর ১৩ ১৪:৩২:৩১
সুবর্ণচরে সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৭২ তম শাখার উদ্বোধন

মো: ইমাম উদ্দিন সুমন, নেয়াখালী :  নোয়াখালীর সুবর্ণচরের প্রত্যন্ত জনপদ চরজুবিলী হারিছ চৌধুরীর বাজারে অবস্থিত হাবিব জাহান প্যালেস এর দ্বিতীয় তলায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ১৭২তম শাখা উদ্বোধন করা হয়েছে।

১২ ডিসেম্বর রবিবার দুপুরে ব্যাংকের এই শাখা উদ্বোধন করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসেবে অনলাইনে ভার্চুয়ালী থেকে এ শাখা উদ্বোধন করেন।

এরআগে নোয়াখালীর সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চলে কৃষকদের মাঝে ৪% মুনাফায় ঋণ দিয়ে ব্যাংকটি ব্যাপক পরিচিতি লাভ করেন। একটি বেসরকারি সংস্থা সলিডারেড নেটওয়ার্ক বাংলাদেশ কৃষকদের উদ্বুদ্ধ করে সোশ্যাল ইসলামী ব্যাংকের জেলা শহরের মাইজদী কোট ব্রাঞ্চ থেকে ৯০০ জন কৃষককে এ ঋণের আওতায় আনেন।

ব্যাংকের সুবর্ণচর শাখার ব্যবস্থাপক মাহমুদুর রহমান এর তত্ত্বাবধানে ব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় মাইজদী শাখা ব্যবস্থাপক মোঃ আবদুস শহীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চোধুরী, চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়াউল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান বাহার চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সুলতানা চৌধুরী, চরজুবিলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হানিফ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী ছায়েদল হক ভূঁইয়া, আবুল কাশেম, কাজী নজরুল ইসলাম, মঞ্জুর আলম প্রমুখ।

প্রধান অতিথি উপজেলা চেয়াররম্যান এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, নোয়াখালীর প্রত্যন্ত উপকূলীয় অঞ্চল সুবর্ণচরে ব্যাংক স্থাপনের মধ্য দিয়ে ব্যবসা-বাণিজ্য ত্বরান্বিত হবে বলে।

(আইইউএস/এএস/ডিসেম্বর ১৩, ২০২১)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test