E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অষ্টগ্রামে চিকিৎসকদের মিলন মেলা

২০২১ ডিসেম্বর ১৪ ১৫:০৫:৫৫
অষ্টগ্রামে চিকিৎসকদের মিলন মেলা

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের অষ্টগ্রামে চিকিৎসকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া হাওড় অঞ্চলে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম বৃদ্ধিকরণ এবং জেলা স্বাস্থ্য বিভাগের সম্মুখসারির করোনা যোদ্ধাদের ক্রেস্ট প্রদান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ১১ ডিসেম্বর শনিবার বিকালে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিশোরগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এই অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার ১৩  উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের উপস্থিতি যেন চিকিৎসকদের এক মিলন মেলায় পরিণত হয়।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কাজ থাকার কারণে তিনি আসতে পারেননি। কিন্তু তার সহধর্মিনী আড়াই হাজার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা ইসলাম ইভা উপস্থিত ছিলেন।

এছাড়া কোভিড-১৯ চলাকালীন সম্মুখসারির করোনা যোদ্ধা হিসেবে কাজ করায় কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. বেলাল হোসেন ও এমবিডিসি ডিজিএইচএস পরিচালক ঢাকা এর ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম।

এছাড়া কিশোরগঞ্জ জেলার বিএমএ সভাপতি ডা. মাহবুব ইকবাল, সাচিপ এর সভাপতি ডা. দীন মোহাম্মদ, আবদুল হামিদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আ.ন.ম নৌওশাদ খান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. নজরুল ইসলাম, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এর পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হেলাল উদ্দিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. হুসনা বেগমসহ কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এতো সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য অতিথিরা অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা- কর্মচারীবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া অনুষ্ঠানে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(এসএস/এসপি/ডিসেম্বর ১৪, ২০২১)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test