E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

২০২১ ডিসেম্বর ১৪ ১৮:০৫:৫৩
সুবর্ণচরে মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : সুবর্ণচরে প্রতিপক্ষকে ঘায়েল করতে পিতা পুত্রসহ ৮ জনকে আসামী করে মিথ্যা ধর্ষণ মামলা করেন সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর ব্যাগ্যা গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার পুত্র কথিত ডাক্তার শাহজাহান। মামলা নং ১, জিআর ৬৬২।

দীর্ঘ ৩ বছর পর ১৩ ডিসেম্বর সোমবার আদালতে সে মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত ডাক্তার শাহজাহান ও তার স্ত্রীকে জেল হাজতে পাঠান।

মঙ্গলবার বিকেল ৩ টায় উত্তর ব্যাগা গ্রামের ইউছুপের দোকান নামক স্থানে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে ও কথিত ডাক্তার শাহজাহানের কঠোর শাস্তির দাবীতে মানববন্ধন করেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

শাহজাহানের মিথ্যা মামলায় দীর্ঘ ৭ মাস জেল খাটেন উত্তর ব্যাগ্যা গ্রামের আব্দুল মতলব এর পুত্র অসহায় দিনমজুর আবুল কালাম ওরপে বেচু মাঝি, একই গ্রামের নুর আলমের পুত্র ইউছুপ মাঝি(৪২) তার পুত্র আরমান (২০), আব্দুল খালেকের পুত্র আবুল বাসার (৩০), সিরাজ সর্দার এর পুত্র ফজলু (২৫), জসিম উদ্দিনের পুত্র হেলাল (২২), আবুল কাশেম এর পুত্র রায়হান (২০), সেকান্দর এর পুত্র, রুবেল (২২)সহ ৮ জন।

ক্ষিপ্ত এলাকাবাসী উপযুক্ত বিচারের দাবীতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ঠ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

ভুক্তভোগীরা বলেন, শাহজাহান ডাক্তার পারিবারিক বিরোধের জের ধরে ২০১৯ সালে ৩১ মার্চ রাতে উপজেলা পরিষদের ভোট গগনা শেষ হলে বাড়ী ফেরার পথে সিমিতির বাজার রাস্তার ওপর আমরা নাকি পিতা পুত্র এবং বাকি ৬ আসামিসহ শাহজাহান ডাক্তারকে পিটিয়ে পা ভেঙ্গে রাস্তায় পেলে রেখে তার স্ত্রীকে জোর পূর্বক উঠিয়ে কলা গাছের ঝোঁপে নিয়ে গণধর্ষণ করি। দীর্ঘ ৩ বছর পর মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় তাদের জেল হয়েছে।

তাদের মিথ্যা মামলায় আমাদেরকে ৭ মাস জেল খাটিয়েছে, আমাদের আর্থিক ক্ষতি করেছে, সমাজে সম্মানহানী করেছে আমরা এর উপযুক্ত বিচার চাই।

মানববন্ধনে শত শত নারী পুরুষ শাহাজান ডাক্তার এর শাস্তির দাবীতে স্লোগান দিতে থাকেন।

বক্তারা আরো বলেন, কথিত ডাক্তার শাহজাহান এলাকায় অসামাজিক কার্যকলাপে জড়িত, নারী কেলেঙ্কারিসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। একটি প্রভাবশালী মহলের ইন্ধনে সে এলাকায় ত্রাসের রাজ্য কায়েম করেছে। তাদের দৃষ্টান্ত শাস্তির দাবী জানান তারা।

(এস/এসপি/ডিসেম্বর ১৪, ২০২১)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test