E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিদ্রোহের প্রতি ঝিনাইদহ জেলা আ.লীগ সভাপতির কঠোর হুশিয়ারি

২০২১ ডিসেম্বর ১৪ ১৮:০৬:৪৪
বিদ্রোহের প্রতি ঝিনাইদহ জেলা আ.লীগ সভাপতির কঠোর হুশিয়ারি

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় লাভের লক্ষ্যে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দুধসর ও ফুলহরি ইউনিয়নের যৌথ উদ্যোগে এক বর্ধিত সভার আয়োজন করা হয়।

১৪ (ডিসেম্বর) বিকালে ভাটই মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় ফুলহরি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী মনোনীত প্রার্থী জামিনুর রহমান বিপুল ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আট সহস্রাধিক কর্মী সমর্থক নিয়ে উপস্থিত হন।

দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম সারোয়ারের সভাপতিত্বে ও ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জামিনুর রহমান বিপুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জোয়াদ আলী, বন ও পরিবেশ বিষয়ক ইসমাইল হোসেন (পিপি) সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, শৈলকূপা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমান, যুগ্ম-আহ্বায়ক সরোয়ার জাহান বাদশা।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল,যুগ্ম-আহ্বায়ক রাজু আহমেদ, শৈলকূপা যুবলীগের সভাপতি শামীম আহমেদ মোল্লা, দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস.এম শাহাবুদ্দিন আহমেদ সাবুসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি বলেন, দীর্ঘদিন ধরে দুধসর ও ফুলহরি ইউনিয়ন দুটো অবহেলিত। বিপুল প্রথমবারের মত নির্বাচিত হয়ে ফুলহরি ইউনিয়নকে একটা মডেল ইউনিয়নে রুপান্তরিত করেছে। শাহাবুদ্দিন সাবু তৃণমূলের গ্রহণযোগ্যতায় নৌকা প্রতীক পেয়েছে। তিনি বিদ্রোহীদের কঠোর হুশিয়ারী দিয়ে বলেন আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত আপনাদের সময় থাকলো। তার আগেই আপনারা মনোনয়ন তুলে নেন। তা না হলে আপনাদের অবস্থা হবে ভয়াবহ। আর কখনো আওয়ামী লীগের নাম আপনারা মুখে আনতে পারবেন না এমন ব্যবস্থা করা হবে। দুটো ইউনিয়নেই দেখছি একটা মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়ে নৌকাকে ডুবাতে চাই। দিনশেষে আমি একটাই অনুরোধ করবো আপনাদের কাছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নৌকাকে ষড়যন্ত্রকারীদের কাছে না ডুবিয়ে আগামী ৫ জানুয়ারি জামিনুর রহমান বিপুল ও শাহাবুদ্দিন সাবুকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

(একে/এএস/ডিসেম্বর ১৪, ২০২১)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test