E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শালিসি বৈঠকে যুবককে জুতা পেটা করলেন চেয়ারম্যান!

২০২১ ডিসেম্বর ১৭ ১৭:১৮:০৯
শালিসি বৈঠকে যুবককে জুতা পেটা করলেন চেয়ারম্যান!

জাহেদ সরওয়ার, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া উপজেলায় শালিসি বৈঠকে এক যুবককে জুতাপেটা করেছেন ইউপি চেয়ারম্যান। সোমবার (১১ ডিসেম্বর) রাতে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা ন্যাক্কারজনক এই কান্ড ঘটান। চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত যুবক জাহাঙ্গীর আলম রত্নাপালং ইউনিয়ন ৭নং ওয়ার্ডস্থ তেলী পড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রত্নাপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রুহুল্লারডেবা গ্রামের এক নারীর সাথে পার্শ্ববর্তী হলদিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাগলিরবিল গ্রামের অপর ছেলের সাথে প্রেম সর্ম্পকিত একটি ঘটনা জের ধরে সৃষ্টি হওয়া সমস্যা মিমাংসাকল্পে এক শালিসি বৈঠকের আয়োজন করা হয়। চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত উক্ত শালিসি বৈঠকের এক পর্যায়ে চেয়ারম্যান পক্ষপাতদুষ্ট রায় ঘোষণা করেন।

এর মৃদু প্রতিবাদ করেন জাহাঙ্গীর আলম। এতে চেয়ারম্যান হঠাৎ উত্তেজিত হয়ে তার সামনের টেবিলে থাকা গ্লাসটি ফ্লোরে ছুড়ে মারেন। এরপর আরো ক্ষিপ্ত হয়ে পায়ের স্যান্ডেল খুলে প্রতিবাদকারী যুবককে এলোপাতাড়ি মারতে শুরু করেন। ওই শালিসি বৈঠকে রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসহাব উদ্দিনও উপস্থিত ছিলেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন।

স্যান্ডেল দিয়ে মারশেষে লাঞ্ছিত যুবককে এ ব্যাপার নিয়ে আর বাড়াবাড়ি না করতে নিষেধ করেন চেয়ারম্যান। অন্যথায় দেখে নেওয়ার হুমকিও দেন তিনি।

চেয়ারম্যান প্রভাবশালী ও আওয়ামী লীগ নেতা হওয়ায় ওই যুবক এতদিন মুখ খোলতে পারেনি বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন।

বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আইনজীবি বলেন, একজন জনপ্রতিনিধি এভাবে আইন হাতে তুলে নিতে পারেননা, এটা ফৌজদারি অপরাধও বটে। এ নিয়ে উপযুক্ত আদালতে মামলা করতে পারেন ভূক্তভোগী।

এ ব্যাপারে জানতে লাঞ্ছিত হওয়া যুবক জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি গরিব ও অসহায়। চেয়ারম্যানের হাতে আমি নির্যাতিত হয়েছি। ওরা প্রভাবশালী যেকোন সময় আমার ক্ষতি করতে পারে তাই বিভিন্ন শঙ্কায় দিন কাটাচ্ছি।

অভিযুক্ত চেয়ারম্যান নুরুল হুদাকে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বক্তব্য পাওয়া গেলে পরে গুরুত্ব সহকারে প্রকাশ করা হবে।

(জেএস/এসপি/ডিসেম্বর ১৭, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test