E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বুড়িচংয়ে জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ৭

২০১৪ সেপ্টেম্বর ১৮ ১৫:২৩:০৫
বুড়িচংয়ে জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ৭

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর বাকলাপাড়া এলাকায় বৃহস্পতিবার বেলা সোয়া ১২টায় জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় হরতাল সমর্থককারীদের ছোড়া ইট-পাটকেল ও ককটেলের আঘাতে বুড়িচং থানার এএসপি শাহজাহানসহ মোট ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- এএসপি শাহজাহান, ওসি (তদন্ত) নেয়ামত শাফি খান, এএসআই ইমাম হোসেন, এএসআই সাইফুল ইসলাম, কনষ্টেবল হারুন, বাদল ও আবু সিদ্দিক। আহত পুলিশ সদস্যদের সকলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে গুরুতর আহত কনষ্টেবল বাদলকে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, উপজেলার সৈয়দপুর বাকলাপাড়া এলাকায় বৃহস্পতিবার বেলা সোয়া ১২ টায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হরতাল সমর্থনে টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করে। এসময় পুলিশ তাদের ধাওয়া করলে জামায়াত কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ৩টি ককটেল নিক্ষেপ করে। এতে পুলিশের এএসপি শাহজাহান, ওসি তদন্ত নেয়ামত শাফি খান, এএসআই ইমাম হোসেন ও এএসআই সাইফুল ইসলামসহ মোট ৭ জন পুলিশ সদস্য আহত হয়।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ হরতাল সমর্থককারীদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। এসময় পুলিশ ১০৫ রাউন্ড ফাঁকা গুলি ও ২টি টিয়ারশেল নিক্ষেপ করে। ঘন্টাব্যাপী এই সংঘর্ষে জামায়াত শিবিরের ৭-৮ জন কর্মী আহত হয় বলে জানায় পুলিশ।

এ ব্যাপারে বুড়িচং থানার ওসি মো:জহিরুল ইসলাম জানান, জামায়াত-শিবির কর্মী হরতালের সমর্থনে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এসময় এএসপি শাহজাহানসহ ৭ জন আহত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্কাবস্থায় রয়েছে।

(এইচকেজে/এএস/সেপ্টেম্বর ১৮, ২০১৪)


পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test