E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাঈদীর নিজ এলাকা পিরোজপুরে হরতাল পালিত হয়নি

২০১৪ সেপ্টেম্বর ১৮ ১৫:৫৩:৩২
সাঈদীর নিজ এলাকা পিরোজপুরে হরতাল পালিত হয়নি

পিরোজপুর প্রতিনিধি : হরতাল চলাকালে দেলাওয়ার হোসাইন সাঈদীর নিজ বাড়ি পিরোজপুরে জামায়াতে ইসলামীর লক্ষণীয় কোনো কর্মকান্ড চোখে পড়েনি। রায় ঘোষনার পর বুধবার দুপুরে সাঈদীর জন্মস্থান জেলার জিয়া নগর উপজেলার সাউখখালী বাজার এলাকা এবং ঘোষের হাটে একটি প্রতিবাদ মুখর ঝটিকা মিছিল বের করেছিলো জামায়াতের নেতা কর্মীরা। কিন্তু জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচি দুই দিনব্যাপী হরতালের প্রথম দিন বৃহস্পতিবারে  নিস্ক্রীয় থাকতে দেখা গেছে দলীয় নেতা-কর্মীদের।

বৃহস্পতিবার সকাল থেকে জেলার কোথাও কোন পিকেটিং, মিছিল দেখা যায়নি।

সাঈদীর নিজ বাড়ি জিয়ানগর উপজেলাসহ জেলার কোথাও হরতালের সমর্থনে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীদের কোনো তৎপরতা ছিলো না। দূরপাল্লার বাস ছাড়া সব ধরনের গাড়ি চলাচল করেছে। জনজীবন ছিলো স্বাভাবিক। স্কুল-কলেজ, অফিস-আদালত স্বাভাবিক কাজ কর্ম হয়েছে। দোকানপাট স্থানীয় হাট-বাজারে বেঁচা-কেনা ছিলো নিত্যদিনের মত স্বাভাবিক।

এদিকে জেলা জামায়াাতে ইসলামীর সেক্রেটারি আবদুর রব দাবি করেন, ভোর ছয়টার দিকে হরতালের সমর্থনে শহরের পুরাতন বাসট্যান্ড এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল করেছে।

পিরোজপুর সদর থানার ওসি আবদুর রাজ্জাক মোল্ল¬া জানান, আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী সতর্ক রয়েছে। নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে চার জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার আভ্যন্তরিন সকল পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।।

(এসএ/এএস/সেপ্টেম্বর ১৮, ২০১৪)


পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test