E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে ৪টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ জন আটক

২০২১ ডিসেম্বর ২১ ১৭:৫৩:৪৫
নাটোরে ৪টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ জন আটক

নাটোর প্রতিনিধি : সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫ এর একটি অপারেশন দল রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল ৮টার দিকে ৪টি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের ৩ জনকে আটক করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানা, পাবনা জেলার চাটমোহর ও নাটোর জেলার গুরুদাসপুর থানা এলাকায় কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় ও চোর চক্রের সদস্যদের আটক করা হয়।  

কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি নাটোর জেলার সদর থানাধীন একটি ট্রান্সপোর্ট পার্সেল এজেন্সিতে আন্তঃজেলা চোরচক্রের কতিপয় সদস্য পার্সেলের মাধ্যমে চোরাই মোটরসাইকেল বুকিং দিচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী ১।

মোঃ নুর ইসলাম (২৮), পিতা- মো. কাজেম প্রামানিক, গ্রাম- চাচকৈড়, থানা- গুরুদাসপুর, জেলা- নাটোরকে ১টি চোরাই ডিসকভার ১২৫ সিসি মোটর সাইকেলসহ আটক করা হয় এবং উক্ত চোর চক্রের ০২-০৩ জন সদস্য র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে মো. নুর ইসলাম (২৮) কে উক্ত মোটর সাইকেলের কাগজপত্র দেখাতে বললে এ সংক্রান্তে কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় এবং সেটি চোরাই মোটর সাইকেল বলে স্বীকার করলে সাক্ষীদের উপস্থিতিতে চোরাই মোটর সাইকেলটি জব্দ করা হয়।

পরবর্তীতে আটককৃত নুর ইসলাম (২৮)কে এ সংক্রান্তে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে উক্ত আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্য ২। মো. রাকিব হাসান (৩০), পিতা- মো. আব্দুর রাজ্জাক, গ্রাম- পাঠানপাড়া জিরোপয়েন্ট, থানা- চাটমোহর, জেলা- পাবনা এর কাছ হতে সাক্ষীদের উপস্থিতিতে একটি কালো রঙের পালসার ১৫০ সিসি চোরাই মোটর সাইকেল এবং ৩। মো. তুহিন পাগলা (৩০), পিতা- মৃত আবুল কাশেম, গ্রাম- বিল বিয়াসপুর, থানা- গুরুদাসপুর, জেলা- নাটোর এর কাছ হতে একটি ড্রাগন ১২৫ সিসি ও একটি সাদা রঙের ১৫০ সিসি চোরাই মোটরসাইকেল জব্দসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা হতে মোটর সাইকেল চুরি করে অনলাইন প্লাটফর্মে মোটর সাইকেল বিক্রয়ের চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহক সংগ্রহ করে তাদের কাছে চোরাই মোটরসাইকেল বিক্রয় করে আসছে। উপরোক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাবের অধিনায়ক।

(এডিকে/এসপি/ডিসেম্বর ২১, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test