E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে অস্ত্র ও গুলিসহ অপহরণ চক্রের চার সদস্য গ্রেফতার

২০১৪ এপ্রিল ২৪ ১৯:৩৮:১২
নাটোরে অস্ত্র ও গুলিসহ অপহরণ চক্রের চার সদস্য গ্রেফতার

নাটোর প্রতিনিধি : নাটোরে এক স্কুল ছাত্রকে অপহরনের পর মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত চার যুবককে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৫ সদস্য। বৃহস্পতিবার তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শহরের মীরপাড়া এলাকার সামশুল আলমের ছেলে সাইফুল আলম শামীম,কাঁঠালবাড়িয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে সোহেল রানা,আগদিঘা গ্রামের মৃত নজের মেখের ছেলে সাইদুল শেখ ও বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর এলাকার ওবায়দুরের ছেলে আব্দুস সবুর।

র‌্যাব সূত্র জানায়, গত ১৮ এপ্রিল আটককৃতরা বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর বাজার থেকে সাদমান শাহরিয়ার নামে এক স্কুল ছাত্রকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে দরকষাকষি শেষে তার পরিবার বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা দিলে সাদমানকে তারা ছেড়ে দেয়। বিষয়টি জানার পর র‌্যাব সদস্যরা মোবাইল ট্রাকিংয়ের মাধ্যে দয়ারামপুর থেকে আব্দুস সবুরকে গ্রেফতার করা হয়। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী শহরের মীরপাড়া এলাকা থেকে সাইফুল আলম শামীম ও পরে অপর দু’জনকে গ্রেফতার করা হয়। এসময় অপহরনকাজে ব্যবহৃত এক রাউন্ড গুলি সহ একপি পিস্তল ও ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

(এমঅার/এটিিএপ্রিল ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test